পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্বরে আক্রান্ত 12 কর্মী, এবার রাজভবনে কোরোনা আতঙ্ক

জ্বরে আক্রান্ত রাজভবনের 12 জন কর্মী ৷ ফলে, রাজভবনে কোরোনার আতঙ্ক দেখা দিয়েছে ৷

এবার রাজভবনে করোনাভাইরাসের আশঙ্কা
এবার রাজভবনে করোনাভাইরাসের আশঙ্কা

By

Published : Jul 12, 2020, 12:20 PM IST

কলকাতা, 12 জুলাই : এবার রাজভবনে ছড়াল কোরোনা আতঙ্ক ৷ একসঙ্গে 12 জন কর্মী জ্বরে আক্রান্ত হয়েছেন ৷ প্রত্যেককেই কোয়ারানটিনে রাখা হয়েছে ৷ বাকি 7 জন কর্মীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

রাজভবন সূত্রে খবর, গত কয়েকদিন ধরে রাজভবনের ক্যান্টিন, পোস্ট অফিস এবং বাগানের কয়েকজন মালি জ্বরে আক্রান্ত। সকলকে কোয়ারানটিনে রাখা হয়েছে ৷ পাশাপাশি রাজভবনের কোয়ার্টারগুলিতে যে সমস্ত কর্মচারী থাকেন তাঁদেরও উপযুক্ত সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে বলে জানানো হয়েছে । তবে, বাগানের মালিদের নিয়ে বেশি চিন্তিত রাজভবন কর্তৃপক্ষ । কারণ, তাঁরা নিয়মিত রাজভবনের বিভিন্ন অফিসে যাওয়া আসা করেন । আগামীকাল রাজভবনের কর্মীদের অ্যান্টিবডি টেস্ট হবে বলে জানানো হয়েছে ।

রাজভবনের ডাকঘর, মালিদের থাকার ঘর এবং কোয়ার্টার সহ বিভিন্ন জায়গায় আজ জীবাণুনাশকের কাজ চলেছে । জরুরি বিভাগ ছাড়া রাজভবনের সমস্ত দপ্তর শুক্রবার বিকেল থেকেই বন্ধ রাখা হয়েছে । আগামীকাল সচিবালয়ের কাজ শুরু হলেও অন্যান্য বিভাগে কর্মচারীদের প্রবেশ নিয়ে নিয়ন্ত্রণ জারি থাকছে । কী কারণে সংশ্লিষ্ট কর্মচারীদের জ্বর এল, রাজভবনের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে । মহারাষ্ট্রের রাজভবনে এক ডজন কর্মচারী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ ঠিক সেই সময়ই পশ্চিমবঙ্গের রাজভবনের কর্মচারীদের জ্বর আসা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details