পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corbevax in Kolkata : কলকাতায় হল না 12-14 বছর বয়সিদের টিকাকরণ - কলকাতায় হল না 12 14 বছর টিকাকরণ

দেশে আজ 12-14 বছর বয়সিদের টিকাকরণ শুরু হল ৷ প্রধানমন্ত্রী টিকা নেওয়ার বার্তা দিয়ে টুইটও করেছেন ৷ কিন্তু মহানগরীতে হল না ৷ কেন (Corbevax in Kolkata) ?

Corbevax Vaccination in Kolkata postponement
কলকাতায় 12 থেকে14 বছরের টিকাকরণ বন্ধ

By

Published : Mar 16, 2022, 2:29 PM IST

কলকাতা, 16 মার্চ : দেশে 12-14 বছর বয়সিদের টিকাকরণ শুরু হলেও কলকাতায় সূচনা হল না ৷ কেন্দ্র থেকে 88 হাজার টিকা ইতিমধ্যে কলকাতা পৌরনিগমের ওষুধ রাখার সেন্ট্রাল স্টোরে পৌঁছেছে । পৌরনিগমের পরিকাঠামোও সব দিক দিয়ে প্রস্তুত । তবু রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি না মেলায় চলতি সপ্তাহে 12-14 বছর বয়সিদের টিকাকরণ অনিশ্চিত হয়ে পড়ল (12-14 age group Covid Vaccination postpone in Kolkata) ।

তাহলে এই বয়সের টিকাকরণ কবে থেকে ?

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বরো স্বাস্থ্যকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে

  • তাঁদের সংশ্লিষ্ট বরো এলাকায় কতগুলি স্কুল আছে সেই তালিকা তৈরি করতে ।
  • সেই স্কুলগুলিতে 12-14 বছরের কত জন ছেলে-মেয়ে আছে, সেই তথ্য প্রস্তুত করতে ৷
  • কবে, কোথায়, কোন স্কুলে টিকাকরণ হবে, সেই দিন ঠিক করতে ।

এই কাজ এর মধ্যে শুরু করে ফেলেছে বরো কর্তারা । নতুন টিকা কর্বেভ্যাক্স-এর ডোজ় (Biological E's Corbevax) দিলে সেখানে অন্য টিকা দেওয়া যাবে না । তাই 37টি কোভ্যাকসিন কেন্দ্রে কোভ্যাকসিন বন্ধ রেখে কর্বেভ্যাক্স টিকা দেওয়া হবে । তবে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষে অনুমতি পাওয়া গেলেও এই সপ্তাহের শেষ তিন দিন ছুটি । পরের সপ্তাহে প্রথম দিন সোমবার থেকে 37টি কেন্দ্রে টিকা শুরু করলেও স্কুলগুলিতে টিকাদান শুরু করতে আরও দু'দিন সময় লাগতে পারে অর্থাৎ বুধবার হয়ে যেতে পারে ।

আরও পড়ুন : PM Modi on Covid Vaccination : আজকের দিনটা গুরুত্বপূর্ণ, 12-14 বছর বয়সিদের টিকাকরণ নিয়ে টুইট মোদির

তবে পৌর স্বাস্থ্যকর্তাদের ভাবাচ্ছে, এই নয়া টিকা কর্বেভ্যাক্স-এর একটি ভায়াল থেকে 20 জনকে দেওয়া যাবে । কোভিশিল্ড বা কোভ্যাকসিনের ক্ষেত্রে 10 জনকে দেওয়া যেত । সেক্ষেত্রে কমপক্ষে 8 জন না হলে ভায়াল খোলা যেত না । তা না হলে, ওই ভ্যাকসিনের টাকা নষ্ট হবে । এবার একটি ভায়াল থেকে 20 জনকে দিতে গেলে চিকিৎসকদের কথায়, নূন্যতম টিকা গ্রাহক সংখ্যা 16-17 জন হতে হবে । নাহলে ভায়াল খুললে অনেক টাকা নষ্ট হবে । এটা মাথায় রেখেই আগামী দিনে টিকাকরণ করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details