পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ, আক্রান্ত 1198 - highest single day spike

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 26 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 880-এ ।

ছবি
ছবি

By

Published : Jul 10, 2020, 8:04 PM IST

কলকাতা, 9 জুলাই : গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 198 জন । একদিনে আক্রান্তের নিরিখে এটিই সর্বোচ্চ । মৃত্যু হয়েছে 26 জনের । যা নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 880 ।

গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 854 জনের মৃত্যু হয়েছিল । আজ 26 জনের মৃত্যু হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 880 । গত 24 ঘণ্টায় 1 হাজার 198 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এ নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল 27 হাজার 109 । গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 25 হাজার 911 । আজ 522 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । এ নিয়ে রাজ্যে মোট 17 হাজার 348 জন সুস্থ হয়ে উঠল । রাজ্যে সুস্থতার হার 63.99 শতাংশ । গত 24 ঘণ্টায় আংশিক কমেছে সুস্থতার হার ।

রাজ্যে গতকাল পর্যন্ত 5 লাখ 83 হাজার 328 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 10 হাজার 639 জনের নমুনা পরীক্ষা করা হয় । এ পর্যন্ত মোট 5 লাখ 93 হাজার 967 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 6 হাজার 600 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার বেড়েছে । যার পরিমাণ 4.56 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 52 । এই সপ্তাহে নতুন করে একটি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । পাশাপাশি একটি ল্যাবরেটরি এখনও অনুমোদন পায়নি ।

বর্তমানে রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্য়া 582 । এই মুহূর্তে সেখানে 4 হাজার 905 জন রয়েছে । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে এক লাখ 356 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 3 লাখ 47 হাজার 973 জন রয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছে 34 হাজার 254 জন । ছাড়া পেয়েছে 3 লাখ 13 হাজার 719 জন । ভিনরাজ্য থেকে যারা ফিরছে, তাদের জন্য এই মুহূর্তে রাজ্যে 1 হাজার 665 টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 8 হাজার 827 জন রয়েছে । ছাড়া পেয়েছে 3 লাখ 13 হাজার 719 জন ।

এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 80 । এর মধ্যে 26টি সরকারি ও 54 টি বেসরকারি । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 830 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 395 ।

ABOUT THE AUTHOR

...view details