পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ

রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্য 10 শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার । তবে তপশিলি জাতি ও উপজাতি এই সংরক্ষণের আওতার বাইরে ।

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jul 2, 2019, 5:12 PM IST

Updated : Jul 2, 2019, 11:24 PM IST

কলকাতা, 2 জুলাই : আর্থিকভাবে পিছিয়ে পড়াদের পাশে রাজ্য সরকার । এবার থেকে সরকারি চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য 10 শতাংশ আসন সংরক্ষিত থাকবে । মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । 10 শতাংশ সংরক্ষণের বিষয়টি রাজ্য মন্ত্রিসভা সম্মতি দিয়েছে বলে জানান তিনি ।

এতদিন শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকত । এবার সেই সংরক্ষণের মাত্রা বৃদ্ধি হল । স্কুল সহ বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে এই অতিরিক্ত সংরক্ষণ কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী । তবে তপশিলি জাতি ও উপজাতি বা OBC তালিকাভুক্তরা এই সুবিধা পাবেন না । অর্থাৎ সম্পূর্ণ নতুনভাবে এই সংরক্ষণ চালু হল ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য
Last Updated : Jul 2, 2019, 11:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details