পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয় শ্রীরাম লেখা 10 লাখ পোস্টকার্ড যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় জয় শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠানোর কর্মসূচি নিল রাজ্য BJP যুব মোর্চা । আগামী 20 দিনের মধ্যে 10 লাখ চিঠি প্রাপকের ঠিকানায় পাঠানো হবে ।

চিঠি

By

Published : May 16, 2019, 11:31 PM IST

Updated : May 16, 2019, 11:58 PM IST

কলকাতা, 16 মে : পোস্টকার্ডে লেখা "জয় শ্রীরাম" । ঠিকানা 30 বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 26 । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় এরকম 10 লাখ চিঠি পাঠাতে চলেছে BJP যুব মোর্চা । শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি ব্লক থেকেই চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে তারা ।

আজ দমদমে নরেন্দ্র মোদির জনসভা থেকে এই কর্মসূচির সূচনা হয় । আগামী 20 দিনের মধ্যে 10 লাখ চিঠি মমতার বাড়ির ঠিকানায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

ভিডিয়োয় শুনুন কালীচরণ সাউয়ের বক্তব্য

কিন্তু, হঠাৎ এই উদ্যোগ কেন ?

BJP সূত্রে খবর, চন্দ্রকোনায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-র 3 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । BJP-র অভিযোগ, রাজ্যে যারাই এই ধ্বনি দিচ্ছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে । তাই প্রতিবাদ জানাতে পোস্টকার্ডে "জয় শ্রীরাম" লিখে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠানোর অভিনব সিদ্ধান্ত নিয়েছে BJP যুব মোর্চা ।

BJP যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য কালীচরণ সাউ বলেন, "রাজ্যের সব কটি ব্লকে যুব মোর্চার সদস্যরা নিজেরাই পোস্ট অফিস থেকে পোস্টকার্ড কিনে তাতে জয় শ্রীরাম লিখে প্রতীকী প্রতিবাদ হিসাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবে । এই কর্মসূচিতে প্রথমদিনেই সাড়া পাওয়া গিয়েছে । প্রথমদিনেই রাজ্যে প্রায় 60 হাজার পোস্টকার্ড মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে ।"

Last Updated : May 16, 2019, 11:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details