পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সালারে একদিনেই কোরোনা আক্রান্ত 10, জেলায় বেড়ে 138 - corona update Bengal

মুর্শিদাবাদের সালারে নতুুন করে কোরোনা আক্রান্ত হলেন 10জন । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা এখন 138 ।

murshidabad
murshidabad

By

Published : Jun 9, 2020, 8:10 PM IST

সালার, 9জুন : মু্র্শিদাবাদের সালারে একসঙ্গে 10 জন কোরোনা আক্রান্তের হদিস পাওয়া গেল । এর আগেও ওই গ্রামের দুইজনকে কোরোনা হাসপাতাল ভরতি করা হয়েছিল । 10 জন একসঙ্গে আক্রান্ত হওয়ায় লোকালয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা গ্রামবাসীর ।

স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ নতুন করে মুর্শিদাবাদে কোরোনা আক্রান্ত হয়েছেন 12জন । এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 138 ।

গুলাহাটি গ্রামের দুই মহারাষ্ট্র ফেরত ব্যক্তিকে 5 জুন হাসপাতালে ভরতি করা হয়েছে । রবিবার রাতে ওই দুই ব্যক্তির সংস্পর্শে আসা সন্দেহজনক 10 জনের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আজ তাঁদের রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা কোরোনা পজ়িটিভ । তাঁদের জেলার COVID-19 হাসপাতালে আনা হয়েছে । বেলডাঙা ব্লকের দুইজনকে COVID-19 হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details