পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ‍্যে কোরোনায় মৃত বেড়ে 10

কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 10 ৷ আক্রান্ত হয়েছেন 144 জন ৷

image
রাজ্যে কোরোনায় মৃত 10

By

Published : Apr 16, 2020, 5:56 PM IST

Updated : Apr 16, 2020, 6:26 PM IST

কলকাতা, 16 এপ্রিল : গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 24 জন ৷ মৃত্যু হয়েছে আরও তিনজনের ৷ এই নিয়ে রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল 10 জনের ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানান রাজ্যের মুখ্য সচিব রাজীব সিংহ । পাশাপাশি তিনি জানিয়ে দেন, কেন্দ্র ও রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করছে ।

কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রাজ্যের রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে । যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । তবুও আজ নবান্নে মুখ্যসচিব রাজিব সিংহ দাবি করলেন, "কোরোনা মোকাবিলার জন্য একসঙ্গে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার । যেসব জেলা থেকে বেশি রিপোর্ট আসছে সেই জেলাগুলিকে হটস্পট বলছে কেন্দ্র । কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যবস্থা নিতে বলছে রাজ্য সরকার সেভাবেই কাজ করছে । যদিও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রাজ্যের অধীন ।"

আজ মুখ্য সচিব সার্বিক তথ্য তুলে দিয়ে বলেন, "গতকাল পর্যন্ত ছিল রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 132 । গত 24 ঘন্টায় নতুন করে 24 জন আক্রান্ত হয়েছেন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 144 । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 । সংক্রামণ মুক্ত হয়েছেন আরও 9 জন ।’’ মোট 51 জন সুস্থ হয়েছেন বলেও তিনি দাবি করেন ৷ রাজীববাবু আরও জানান, ‘‘সাড়ে 3 লাখ PPE ও 2 লাখ 25 হাজার N 95 মাস্ক আনানো হয়েছে । এখনও পর্যন্ত হোম কোয়ারান্টাইনে আছেন 36 হাজার 982 জন । 582 টি কোয়ারান্টাইন সেন্টারে রয়েছেন 3915 জন ।"

অন্যদিকে, লকডাউনে বাড়িতে বসেই কেনাবেচা করা যাবে সম্পত্তি । আজ নবান্ন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যসচিব ঘোষণা করেন,‘‘কোরোনার কারণে এবারে বাড়িতে বসেই ই-রেজিস্ট্রেশন করতে পারবেন রাজ্যবাসী । বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হবে লকডাউন ওঠার পরে ।’’ গোটা দেশের মধ্যে এই পদক্ষেপ পশ্চিমবঙ্গেই প্রথম বলেও জানান তিনি ।

Last Updated : Apr 16, 2020, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details