পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিহার থেকে কলকাতায় জালনোট ছড়ানোর ছক, গ্রেপ্তার 1 - man arrested

বউবাজার থেকে জালনোট চক্রের অন্যতম পান্ডা বিনোদ যাদব গ্রেপ্তার।

বিনোদ যাদব

By

Published : Mar 27, 2019, 7:14 PM IST

কলকাতা, 27 মার্চ : গ্রেপ্তার জালনোট চক্রের অন্যতম পান্ডা। গতকাল বউবাজারের অনুকূল চন্দ্র স্ট্রিট থেকে বিনোদ যাদবকে আটক করে STF। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাঁচলাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, বিনোদ বিহারে ছড়িয়ে থাকা জাললোট চক্রের অন্যতম পান্ডা।

জালনোট পাচারের বরাবরের ট্রানজ়িট পয়েন্ট কলকাতা। 'রেড করিডর' মালদা থেকে তা আনা হয় কলকাতায়। শহরে হাজির হয় ভিন রাজ্যের জালনোট চক্রীরা। তারপর তা ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যে। সঙ্গে কলকাতাতেও তা ছড়িয়ে দেওয়া হয়। জালনোট চক্রের কার্যপদ্ধতি এটাই। কিন্তু, এবার বিহার থেকে কলকাতায় এসে জালনোট ছড়ানোর চেষ্টা করল এক যুবক।

জালনোট
জালনোট

বিহারের মুজাফ্ফরপুরের বাসিন্দা বিনোদ যাদব গতকাল রাতে বউবাজার থানা এলাকার অনুকূল চন্দ্র স্ট্রিটে জালনোট দিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করছিল। খবর পেয়ে তাকে পাঁচলাখ টাকার জালনোট সহ গ্রেপ্তার করে STF।

পুলিশ সূত্রে খবর, বিনোদ বিহারে ছড়িয়ে থাকা জালনোট চক্রের অন্যতম পান্ডা। এই জালনোট সে কোথা থেকে পেল, তা জানার চেষ্টা চলছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details