কলকাতা, 20 মার্চ:পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের সক্রিয় জাল নোট পাচারকারীরা। 1 লক্ষ টাকার জাল নোট-সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Fake Notes Recovered in Kolkata)। ধৃতদের নাম আনন্দ দাস বৈষ্ণ এবং রিংকু শেখ। রবিবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা রাজাবাজার এলাকায় হানা দিয়ে এই দুই ব্যক্তিকে এপিসি রোডের উপর থেকে গ্রেফতার করেন বলে খবর । অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে 200টি 500 টাকার মোট 1 লক্ষ টাকার জাল নোট ।
জানা গিয়েছে, ধৃত রিংকু শেখ ওরফে ফাকসু মালদা জেলার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত আনন্দ দাস বৈষ্ণর বাড়ি উত্তরপ্রদেশের মথুরায় । উত্তরপ্রদেশের এই ব্যক্তি কীভাবে জাল নোট কারবারিদের সঙ্গে একত্রিত হলেন তা জানার চেষ্টা করছেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ইতিমধ্যেই মালদার কালিয়াচক থানা এবং উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন এসটিএফের গোয়েন্দারা । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা । এই বিপুল পরিমাণের জাল নোট তারা কোথা থেকে পেল এবং কেনই বা কলকাতায় এই বিপুল পরিমাণে জাল নোট নিয়ে আসতে গেল সেই সংক্রান্ত খোঁজখবর ইতিমধ্যেই শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা ।