কলকাতা, 26 জুন : 1 জুলাই অর্ধদিবস ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা । জামাইষষ্ঠীর পর এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে (1 জুলাই) অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার । প্রসঙ্গত, বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস একই দিনে ।
1 জুলাই অর্ধদিবস ছুটি রাজ্য সরকারি কর্মীদের - হাফ ছুটি
1 জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার । ওই দিন দুপুর দুটোয় রাজ্য সরকারের সমস্ত অফিস ছুটি হয়ে যাবে ।
বিধানচন্দ্র রায়
25 জুন একটি নোটিশ ইশু করে রাজ্য সরকার । সেই নোটিশ অনুযায়ী জানানো হয়েছে, 1 জুলাই দুপুর দুটোয় রাজ্য সরকারের সমস্ত অফিস ছুটি হয়ে যাবে ।
তবে এই ছুটির আওতা থেকে বাদ রাখা হয়েছে কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিসগুলি ।