কলকাতা, 24 জুলাই:পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত (1 day ED custody for Arpita Mukherjee)। তবে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন নাকচ করলেও ইডির জন্য বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে আদালত । সেগুলি হল :
1. সোমবার অর্পিতাকে ফের স্পেশাল আদালতে তুলতে হবে
2. রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি
3. জিজ্ঞাসাবাদের সময় অবশ্যই একজন মহিলা অফিসারকে উপস্থিত রাখতে হবে
4. যে কোনও সময় অর্পিতার আইনজীবী তাঁর সঙ্গে দেখা করতে পারবেন
উপরোক্ত শর্তের পাশাপাশি প্রতি 24 ঘণ্টায় অর্পিতার শারীরিক পরীক্ষারও নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নম্রতা সিংহ । রবিবার তিনি এই নির্দেশ দেন ।
মামলার শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য জানান, অর্পিতার বাড়ি থেকে যা পাওয়া গিয়েছে তা ইতিমধ্যেই সকলের সামনে চলে এসেছে ৷ তাই তা নিয়ে আলাদা কোনও তদন্ত হওয়ার আর দরকার নেই । অর্পিতাকে আর ইডি হেফাজতে পাঠানো অনুচিত ৷ তাঁকে জামিন দেওয়া হোক ৷ এছাড়াও সোমবার তো স্পেশাল কোর্ট বসবে তাই একদিনের জন্য অর্পিতাকে ইডি হেফাজতে পাঠানোর কোনও প্রয়োজনীয়তা নেই । যার সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন অর্পিতা । এই বিষয়ে তাঁর আইনজীবীর বক্তব্য, এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের কাছ থেকে অর্থ উদ্ধারের পরও তিনটে শর্তের ভিত্তিতে(পালাবেন না, ট্রায়াল ফেস করবেন এবং প্রমাণ লোপাট করবেন না) তাঁকে জামিন দেওয়া হয়েছিল ৷ ঠিক সেরকমভাবেই অর্পিতাকেও জামিন দেওয়া হোক বলে আর্জি আইনজীবীর ৷
আরও পড়ুন :'আলিবাবার গুহার মতোই রাশি রাশি ধন উদ্ধার !' অর্পিতার 14 দিনের হেফাজত চাইল ইডি
এই বিষয়ে ইডির তরফের আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতার সঙ্গে তাঁর বিভিন্ন ছবি-সহ বেশ কিছু ডকুমেন্টস পাওয়া গিয়েছে । তা থেকেই বোঝা যায় অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ৷ সেসব ইতিমধ্যেই কোর্টের কাছে পেশ করা হয়েছে । তাছাড়া এই বিপুল পরিমাণ অর্থ একদিনে জমা হয়নি ৷ বিভিন্নভাবে বিভিন্ন সময় ধরেই তা হয়েছে ৷ তাতে একজন দু'জন নয়, অনেকেই জড়িত । সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ অর্পিতাকে করতে হবে । তাই 14 দিনের হেফাজত দরকার ৷
পাশাপাশি ইডি-র তরফে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে । এই কারণেই এদিনের শুনানিতে 14 দিন নিজেদের হেফাজতে চায় ইডি। দু'পক্ষের যুক্তি শোনার পর ব্যাঙ্কশাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন :অন্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন অর্পিতার মাসতুতো দাদা ! মন্তব্যে নারাজ মাসি