কলকাতা, 4 অগাস্ট : গতরাতে বাড়ির সামনে থেকে চুরি যায় মোটরসাইকেল । বিষয়টি বুঝতে পেরে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন এক যুবক । তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করে ফেলল পুলিশ । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 1 জনকে । উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোটরসাইকেল ।
কয়েক ঘণ্টায় মোটরসাইকেল চুরির কিনারা রিজেন্ট পার্কে, গ্রেপ্তার 1 - মোটরসাইকেল চুরি রিজেন্ট পার্ক থানা এলাকায়
মোটরসাইকেল চুরি যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করে ফেলল রিজেন্ট পার্ক থানার পুলিশ । গ্রেপ্তার 1 ।
লকডাউনের মধ্যে শহরে একের পর এক গাড়ি, পণ্যবাহী গাড়ি, টোটো চুরি যাচ্ছে ।যদিও প্রায় প্রতিটি ঘটনার কিনারা করে ফেলছে পুলিশ । কলকাতা পুলিশের যাদবপুর ডিভিশনের রিজেন্ট পার্ক থানা এলাকায় গতকাল চুরি যায় এক যুবকের বাইক । চুরির কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বুঝতে পেরে অভিযোগ দায়ের করে যুবক । দ্রুত তদন্তে নামে পুলিশ । খতিয়ে দেখে ওই এলাকার CCTV ফুটেজ । তাকে চিহ্নিত করা হয় এক যুবককে ।
ওই যুবকের নাম অমিত দাস ওরফে পটলা । রিজেন্ট পার্ক থানা এলাকারই বাসিন্দা । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইব্রাহিমপুর রোড থেকে উদ্ধার হয়েছে চুরির বাইক । তদন্তকারীদের ধারণা এটাই প্রথম কাজ নয় পটলার । এর আগেও একাধিক বাইক চুরি করেছে সে। সাধারণভাবে এই ধরনের ঘটনায় একটি চক্র কাজ করে । পটলাকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
TAGGED:
byke theft case