যাদবপুর, 29 জানুয়ারি : সরস্বতী পুজোর ভোরে গলফগ্রিনে উদ্ধার যুবকের মৃতদেহ ৷ তাঁর নাম রাজর্ষি দাস ৷ আজ ভোরে ফেজ় এইট বি'র একটি আবাসনের নিচ থেকে রাজর্ষির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন রাজর্ষি ৷ প্রাথমিকভাবে যাদবপুর থানার পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন রাজর্ষি ৷
গলফগ্রিনে বহুতলের নিচে উদ্ধার যুবকের মৃতদেহ - যুবকের মৃতদেহ উদ্ধার
গলফগ্রিনে বহুতলের নিচ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই যুবক ৷
তখন ভোর সাড়ে চারটে ৷ ওই আবাসনের বাসিন্দারা একটি আওয়াজ পান ৷ বাইরে এসে দেখেন, বহুতলের নিচে পড়ে রয়েছে রাজর্ষির মৃতদেহ ৷ খবর দেওয়া হয় যাদবপুর থানার পুলিশকে ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তারা রক্তাক্ত দেহটি উদ্ধার করে এম এর বাঙুর হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, চিকিৎসকরা রাজর্ষিকে মৃত বলে ঘোষণা করেন ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে একাই থাকতেন রাজর্ষি ৷ ওঁর মা-বাবা নেই ৷ যাদবপুর থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ৷ মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন রাজর্ষি ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ ৷