পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kalimpong Murder Case: কালিম্পঙে সম্পত্তি-বচসায় শাশুড়িকে খুন বৌমার ! বিয়ারের বোতল মাথায় ভাঙার অভিযোগ - শাশুড়িকে খুন বৌমার

Woman kills Mother-in-law in Kalimpong: সম্পত্তি বিবাদ নিয়ে শাশুড়িকে বিয়ারের বোতল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে ৷ কালিম্পংঙের ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 2:29 PM IST

কালিম্পং, 22 সেপ্টেম্বর: সম্পত্তি নিয়ে বিবাদের জের ৷ বিয়ারের বোতল দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করলেন বৌমা ! তাতেও রাগ না কমায়, ভাঙা বোতল দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে অভিযুক্ত ববিতা কুমারির বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার সাধুদাড়া এলাকার বাগধারায় ৷ মৃত বৃদ্ধার নাম উমা দেবী প্রসাদ ৷ ঘটনায় পুলিশ অভিযুক্ত ববিতা কুমারিকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, উমা দেবী প্রসাদ এবং তাঁর স্বামী ছোট অজয় প্রসাদের ছেলের সঙ্গে থাকতেন ৷ তাঁদের বড় ছেলে অমিত প্রসাদ পেশায় ট্যাক্সি চালক ৷ তিনি ওই এলাকাতেই পরিবার নিয়ে আলাদা থাকেন ৷ ছোট ছেলের স্ত্রী ববিতার সঙ্গে উমা দেবীর মাঝে-মধ্যেই সম্পত্তি নিয়ে অশান্তি লেগে থাকত ৷ তাঁর ছোট ছেলে পেশায় দোকানি ৷ বাড়ির কাছেই একটি দোকান চালান তিনি ৷ উমা দেবীর স্বামী এবং ছেলে গতকাল শিলিগুড়ি গিয়েছিলেন ডাক্তার দেখাতে ৷ রাতে শাশুড়ি এবং বৌমা বাড়িতে ছিলেন ৷

জানা গিয়েছে, রাতে দু’জনের মধ্যে ফের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধে ৷ দু’জনের মধ্যে অশান্তি চরমে উঠলে ববিতা কুমারি তাঁর শাশুড়ির মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ৷ বিয়ারের বোতলে মাথা ফেটে রক্ত বেরতে শুরু করে উমা দেবী প্রসাদের ৷ অভিযোগ তাতেও খান্ত হননি ববিতা ৷ বিয়ারের ভাঙা বোতলের টুকরো নিয়ে তিনি শাশুড়িকে কোপাতে শুরু করেন ৷ যার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন:বাগডোগরায় 17 সেনা জওয়ানের স্ত্রীর দেড় কোটি টাকা হাতিয়ে পলাতক অপর জওয়ান-পত্নী !

এই ঘটনার পর ববিতা বাড়ি থেকে বেরিয়ে যান ৷ রাতের দিকে প্রতিবেশীরা উমা দেবীর বাড়িতে খোঁজ নিতে গেলে, তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ৷ এর পরেই প্রতিবেশীরা তাঁর ছেলে এবং স্বামীকে ফোন করেন ৷ খবর দেন বড় ছেলে অমিত প্রসাদকে ৷ তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন ৷ কালিম্পঙের পুলিশ সুপার অপরাজিতা রাই জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উমা দেবী প্রসাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ পরে অভিযুক্ত ববিতা কুমারির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷ তাঁকে স্থানীয় ডাকঘরের কাছ থেকে গ্রেফতার করা হয় ৷ ঘটনায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের যোগ রয়েছে বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details