পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Accident in Kalimpong: জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, গ্রেফতার চালক - কালিম্পং জেলা হাসপাতালে

কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার ৷ চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

Death in Road Accident
গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার

By

Published : Jun 12, 2023, 6:21 AM IST

কালিম্পংয়ে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার

কালিম্পং, 12 জুন: জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার ৷ দ্রুতগামী গাড়ি মহিলাকে ধাক্কা মেরে চম্পট দেয় । যদিও ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কালিম্পং জেলা পুলিশ । শনিবার কালিম্পং জেলার মাল্লিবাজারের কাছে 10 নম্বরে ওই দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিম্পংয়ে । অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা ।

জানা গিয়েছে, কালিম্পং জেলার মাল্লিবাজারের গান্দেলিখোলার বাসিন্দা পুনম রাই (29) সিকিমে পাঠরত তাঁর মেয়েকে খাওয়ার দিতে যাচ্ছিলেন । সেই সময় শিলিগুড়ি থেকে সিকিমগামী একটি কন্টেনার জাতীয় সড়কে তাঁকে সজোরে ধাক্কা মারে ও পালিয়ে যায় । ধাক্কার পর সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পুনম রাই । স্থানীয়রা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে প্রথমে সিকিমের একটি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি খুবই আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে শিলিগুড়ি রেফার করেন চিকিৎসকরা ।

এরপর শিলিগুড়ির সেভক রোডের এক নার্সিংহোমে রবিবার মৃত্যু হয় ওই মহিলার । অন্যদিকে, ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ গাড়ির চালক বাবুন রাইকে গ্রেফতার করে । তিনি বালুরঘাটের বাসিন্দা বলে জানা গিয়েছে । এদিন ওই বধূর কালিম্পং জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । ওই বধূর একটি আট মাসের ও আরেকটি আট বছরের মেয়ে রয়েছে ।

আরও পড়ুন:রেষারেষির জের! নিউটাউনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী-সহ তিন

স্থানীয় জিটিএ সভাসদ সীনোরা নামচু বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । মদ্যপ অবস্থায় গাড়ি চালক ওই দুর্ঘটনা ঘটিয়েছে । তার কড়া শাস্তি হওয়ার প্রয়োজন । আর গাড়ির মালিকানাধীন সংস্থাও কোনওরকম সহযোগিতা করছে না । মহিলার পরিবারের ন্যায় পাওয়া উচিত ।" স্থানীয় বাসিন্দা সুভাষ লামা বলেন, "গাড়িটি ওই মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায় । পরে মাল্লিবাজারের কাছে আবার একটা দুর্ঘটনা ঘটায় । মৃতের পরিবার খুবই গরীব । তাদের ন্যায় বিচার পাওয়া উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details