কালিম্পং, 5 জুলাই : নতুন জেলা হিসেবে কেটেছে মাত্র চারটি বছর । কিন্তু এর মধ্যেই নজরকাড়া পারফরম্যান্স এই জেলার । তাই প্রশাসনিক কাজে আরও গতি আনতে কালিম্পং জেলায় বাড়ানো হল আরও একটি নতুন ব্লক । কালিম্পং 1, কালিম্পং 2 বা গরুবাথান ও কালিম্পং 3 বা আলগাড়া এই তিনটি ব্লক নিয়ে তৈরি হয়েছিল কালিম্পং জেলা । চার নম্বর ব্লক হিসেবে যুক্ত হল পেডং ।
কালিম্পং শহর থেকে 21 কিলোমিটার দূরে এই ব্লক । আলগাড়া ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের থেকে ছটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে পেডং ব্লক তৈরি করেছে জেলা প্রশাসন । সোমবার ওই ব্লক কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা । উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ।