কালিম্পং, 20 এপ্রিল : COVID-19 - এর বিরুদ্ধে লড়াইয়ে শামিল ভারতে আশ্রিত তিব্বতীয়রাও । আজ কালিম্পঙের জেলাশাসক ও ভিমলার মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 2 লাখ 31 হাজার টাকা দান করেন তিব্বতীয়রা ৷
মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 2 লাখ 31 হাজার টাকা দান কালিম্পঙের তিব্বতীয়দের - মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 2 লাখ 31 হাজার টাকা দান করল কালিম্পঙের তিব্বতীয়রা
আজ কালিম্পঙের জেলাশাসক ও ভিমলার মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 2 লাখ 31 হাজার টাকা দান করেন তিব্বতীয়রা ৷
কালিম্পং টিবেটান সেটলমেন্ট অফিসার তেনজিং ধাদনের নেতৃত্বে একদল টিবেটান প্রতিনিধি আজ জেলাশাসকের কার্যালয়ে যান ৷ সেখানে তাঁরা DM - এর হাতে ওই টাকার চেক তুলে দেন । কালিম্পঙের টিবেটান সেটেলমেন্ট অফিসের মাধ্যমে 2 লাখ 31 হাজার টাকা দেওয়া হয় । ভারতে আশ্রিত তিব্বতীয়দের একটা অংশ কালিম্পং জেলার বিভিন্ন এলাকায় রয়েছেন । এছাড়াও তরাই ও ডুয়ার্সের কয়েকটি জায়গা যেমন শালুগাড়া, ওদলাবাড়ি, জয়গাঁতেও তিব্বতীয়রা থাকেন ।
তিব্বতীয়রা বলেন, কোরোনা মোকাবিলায় ভারত এবং রাজ্য সরকারের প্রতিটি পদক্ষেপ তাঁরা মেনে চলছেন । কালিম্পং-সহ সংলগ্ন এলাকায় 11টি বৌদ্ধ মঠ, 4 টি টিবেটান মেডিকেল সেন্টার এবং 2 টি স্কুল চলে এই টিবেটান সেটেলমেন্ট অফিসের পরিচালনায় ।