পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুরুঙের বিরোধিতায় এবার মিছিল কালিম্পঙে

বিমল গুরুংয়ের বিরোধিতায় ফের মিছিল পাহাড়ে । আজ কালিম্পঙে মিছিল করেন বিনয়পন্থী যুব মোর্চার সদস্যরা ।

কালিম্পঙে বিমল বিরোধি মিছিল
কালিম্পঙে বিমল বিরোধি মিছিল

By

Published : Oct 28, 2020, 5:31 PM IST

কালিম্পং, 28 অক্টোবর : দীর্ঘদিন অন্তরালে থাকার পর কয়েকদিন আগে ফের প্রকাশ্যে এসেছেন বিমল গুরুং । সম্প্রতি কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শীঘ্রই পাহাড়ে ফিরবেন । এই ঘোষণার পরই গুরুংয়ের বিরোধিতায় মিছিল করেন বিনয় তামাংয়ের অনুগামীরা । আর আজ ফের কালিম্পঙে মিছিল করা হয় ।

বিমল গুরুংয়ের বিরোধিতায় ও পাহাড়ে শান্তি ফেরানোর লক্ষ্যে আজ বিনয় তামাংপন্থী যুব মোর্চার তরফে কালিম্পংয়ে মিছিল করা হয় । কালিম্পংয়ের মেলা ময়দান থেকে মিছিলটি শুরু হয় ৷ সমগ্র কালিম্পং শহর পরিক্রমা করে মিছিলটি ।

কালিম্পঙে গুরুঙের বিরোধিতায় মিছিল

বিনয়পন্থীদের দাবি, পাহাড়ে এসে ফের ক্ষমতার মসনদে বসতে চাইছেন বিমল গুরুং । পাহাড় এখন শান্তির পথে হাঁটছে । তাই গুরুংকে পাহাড়ে ফিরতে দিতে নারাজ তাঁরা । তাঁদের বক্তব্য, ‘‘আগে আগুন জ্বালিয়ে এখন ফের উলটোপথে হাঁটার ইচ্ছা কেন হল বিমল গুরুংয়ের ? পাহাড়ে ফের অশান্তি আমরা চাই না ।’’

কয়েকদিন আগে কলকাতায় প্রকাশ্যে এসে NDA ছাড়ার কথা ঘোষণা করেন বিমল গুরুং । বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details