কালিম্পং, 28 অক্টোবর : দীর্ঘদিন অন্তরালে থাকার পর কয়েকদিন আগে ফের প্রকাশ্যে এসেছেন বিমল গুরুং । সম্প্রতি কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শীঘ্রই পাহাড়ে ফিরবেন । এই ঘোষণার পরই গুরুংয়ের বিরোধিতায় মিছিল করেন বিনয় তামাংয়ের অনুগামীরা । আর আজ ফের কালিম্পঙে মিছিল করা হয় ।
বিমল গুরুংয়ের বিরোধিতায় ও পাহাড়ে শান্তি ফেরানোর লক্ষ্যে আজ বিনয় তামাংপন্থী যুব মোর্চার তরফে কালিম্পংয়ে মিছিল করা হয় । কালিম্পংয়ের মেলা ময়দান থেকে মিছিলটি শুরু হয় ৷ সমগ্র কালিম্পং শহর পরিক্রমা করে মিছিলটি ।