পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Neora Valley National Park : ফের নেওড়াভ্যালীর জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের - রয়্যাল বেঙ্গল টাইগার কি না তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে

ফের ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal bengal tiger seen in Neora Valley National Park)। ক্যামেরায় ধরা পড়া ছবিগুলি একই বাঘের কি না তা পরীক্ষা করে দেখছে বন দফতর। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া শুরু হয়েছে।

royal bengal tiger
ন্যাওড়াভ্যালির জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল

By

Published : Jun 12, 2022, 11:10 PM IST

কালিম্পং, 12 জুন :ফের ন্যাওড়াভ্যালির জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াচ্ছে ৷ রবিবার ট্র্যাপ ক্যামেরায় এমনই কিছু ছবি ধরা পড়েছে (Royal bengal tiger seen in Neora Valley National Park)৷ যে কটি ছবি ধরা পড়েছে তাদের মধ্যে সবকটিই রয়্যাল বেঙ্গল টাইগার কি না তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷

এই এর আগেও ন্যাওড়াভ্যালির জঙ্গলে বাঘ রয়েছে তার একাধিক প্রমাণ মিলেছে । 2017 সালের 19 ডিসেম্বর লাভা থেকে রিশপ যাবার পথে প্রথম বাঘের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করেন আনমোল ছেত্রী নামে এক গাড়ি চালক। এরপর একাধিকবার বন দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় ধরা দিয়েছে রয়্যাল বেঙ্গল। তাঁদের অনুমান এক নয়, একাধিক সংখ্যায় বাঘ রয়েছে ন্যাওড়াভ্যালির জঙ্গলে।

এরপর 2018 সাল থেকে প্রতিবছরই কম বেশি বাঘের ছবি ধরা পরে। এখানেই শেষ নয় 2021 সালের ডিসেম্বর, জানুয়ারি ও মার্চ মাসেও নেওড়াভ্যালী জাতীয় উদ্যানে বাঘের ছবি ক্যামেরা বন্দি হয়েছে। বাঘেদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। তারজন্য ন্যাওড়ার জঙ্গলের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে বনাধিকারিক জানিয়েছেন।

আরও পড়ুন :4 রয়্যাল বেঙ্গল শাবকের ভিডিয়ো প্রকাশ করল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ

অন্যদিকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও অংশু যাদব বলেন, "নেওড়াভ্যালী জাতীয় উদ্যানে বেশ কয়েকবার ট্র‍্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পরেছে। তবে এতদিন শীতকালেই ছবি ধরা পড়েছিল। কিন্তু এবার শীত, গ্রীষ্ম ও বর্ষার আগের মুহুর্তেও ছবি ধরা পড়েছে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায় বলেন, "নতুন করে ফের নেওড়াভ্যালী জাতীয় উদ্যানে বাঘের ছবি ধরা পরেছে। আমরা পরীক্ষা করে দেখছি কটা বাঘের ছবি রয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details