কালিম্পং, 31 মার্চ : কোরোনা ভাইরাস মোকাবিলায় এবার জলের গাড়িগুলিতে রাসায়নিক স্প্রের সিদ্ধান্ত নিল কালিম্পং পৌরসভা । সকাল এবং বিকেল দিনে দু'বার শহরের 80টি জলের গাড়িতে এই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । তারপরই জলের গাড়িগুলিকে শহরে ঢুকতে দেওয়া হচ্ছে ।
কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেন, এই পাহাড়ি শহরে এখন লক্ষাধিক লোকের বাস । তাঁদের বেশিরভাগই এইসব গাড়িতে আসা জলের উপর নির্ভরশীল । কালিম্পঙে PHC জল সরবরাহ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম । তাছাড়া PHC-র জলের লাইনগুলো অনেক পুরোনো । কালিম্পং পৌরসভাও এখনও পানীয় জল সরবরাহ করে উঠতে পারেনি ।