পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে হাতিয়ার হোম স্টে, পর্যটনে নয়া উদ্যোগ রাজ্যের - Darjeeling home stay

পর্যটকদের কথা ভেবে প্লাস্টিকমুক্ত পরিবেশ বজায় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা WIFI রাখতে হোম স্টে' মালিকদের আহ্বান জানান মন্ত্রী

পাহাড়ে হাতিয়ার হোম স্টে, পর্যটনে নয়া উদ্যোগ রাজ্যের

By

Published : Aug 27, 2019, 4:46 AM IST

দার্জিলিং,27 আগস্ট : পর্যটনে গতি আনতে পাহাড়ে হোম-স্টে মালিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য । সোমবার দার্জিলিঙে 297টি হোম স্টে মালিকদের দু'দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবারের প্রশিক্ষণ শিবিরে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ছাড়াও GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা,মোর্চা নেতা বিনয় তামাং-সহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।

পর্যটন মন্ত্রী বলেন, ''পর্যটকদের কাছে হোম স্টে-কে আরও আকর্ষণীয় তোলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ এতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে । পর্যটনের বিকাশে হোম স্টে-গুলির গুরুত্ব অপরিসীম। ফলে এই প্রশিক্ষণ শিবির বছরে 2 থেকে 3 বার তো হবেই । দার্জিলিঙ ও কালিম্পঙ জেলার 287টি হোম স্টে-এর প্রতিনিধি এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন । হোম স্টে'-র মালিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

পানীয় জলের বন্দোবস্ত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা, পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগের মতো বিষয়গুলি উঠে এসেছে তাতে ৷ সবধরনের ব্যবস্থা গড়ে তুললে রাজ্য সরকার অনুদান দেবে বলে মন্তব্য করেন মন্ত্রী ৷ এতে রেজিস্ট্রেশনের দরকার রয়েছে ৷ জেলাশাসক এইগুলিকে মনিটরিং করবেন ৷ ''

প্লাস্টিকমুক্ত পরিবেশ বজায় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা WIFI রাখতে হোম স্টে' মালিকদের আহ্বান জানান মন্ত্রী । তিনি বলেন, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সবাই উপকৃত হবেন শিবিরে ।

পাহাড়ের পাশাপাশি জঙ্গলমহল পর্যন্ত ট্র্যাক রুটগুলোকে আরও বিকশিত করতে চাইছে পর্যটন দপ্তর, জানান মন্ত্রী। পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে ট্রেকের কথাও উল্লেখ করেন গৌতম বাবু । ট্রেকিং রুট এবং হোম স্টে-কে সামনে রেখে রাজ্য আধুনিকীকরণ করার চেষ্টা করছে পর্যটন শিল্পকে । পর্যটকদের কথা ভেবেই উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখতে হোম স্টে মালিকদের অনুরোধ করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details