পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিঙের কমলালেবুর মান বাড়াতে কেন্দ্রের উদ্যোগ, দায়িত্ব উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে

দার্জিলিঙের কমলালেবুর ফলন বাড়াতে উদ্য়োগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের তরফে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে ৷

কমলালেবু
কমলালেবু

By

Published : Dec 4, 2019, 9:31 AM IST

কালিম্পং, 4 ডিসেম্বর : রোগ-পোকার কারণে ফলন কমছে দার্জিলিঙের কমলালেবুর ৷ ফলন বাড়াতে উদ্য়োগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের তরফে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে ৷

চলতি বছর থেকে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় ৷ রোগ-পোকার আক্রমণ, আবহাওয়ার পরিবর্তন ও ভাইরাসের দাপটে দার্জিলিঙের কমলালেবুর গুণগত মান কমছে ৷ এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ না করা এবং নতুন গাছ রোপণ না করার জন্ও ফলন কমছে বলে জানিয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে উদ্যানপালন আধিকারিক ও পাহাড়ের কমলালেবু বিশেষজ্ঞরা ৷

প্রকল্প নিয়ে বলছেন অধ্যাপক ডঃ শরদ গুরুং

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কালিম্পং ক্যাম্পাসের অধ্যাপক ডঃ শরদ গুরুং বলেন, "স্বাদে ও গন্ধে বিশ্ব সেরা দার্জিলিং কমলালেবু । কিন্তু তার ফলন ও মান দিন দিন কমছে ৷ সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে । কেন্দ্রের তরফে এনিয়ে একটি প্রকল্প দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে ৷ এবছর থেকেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাচ্ছে ৷ এই প্রকল্পে পাহাড়ের কমলালেবু চাষিদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রতিটি ব্যাচে 50 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজ থেকে চারা তৈরি ও গাছের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা সবকিছুই এই প্রকল্পে শেখানো হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details