দার্জিলিং, 20 ডিসেম্বর : স্ত্রীর প্রেমিককে খুনের দায়ে দোষীসাব্যস্ত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দিল দার্জিলিং আদালত । সাজাপ্রাপ্তের নাম বিমল তামাং(36) । 2018 সালের 28 জানুয়ারি জোরবাংলো থানার রিংতম বস্তিতে খুনের ঘটনাটি ঘটে । বাড়িতে ঢুকে পাথর দিয়ে থেঁতলে বিনয় রাইকে খুন করে বিমল তামাং।
স্ত্রীর প্রেমিককে পাথর দিয়ে খুনের দায়ে যাবজ্জীবন - দার্জিলিংয়ের অতিরিক্ত দায়রা আদালত বিমল রাইকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়
স্ত্রীর প্রেমিককে পাথর দিয়ে খুনের দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করল দার্জিলিংয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তৃতীয় কোর্ট) ।
স্ত্রীর প্রেমিককে খুনের মামলায় মূল অভিযুক্ত বিমল তামাংকে দোষীসাব্যস্ত করে দার্জিলিংয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তৃতীয় কোর্ট) । দার্জিলিং আদালতে সরকার পক্ষের আইনজীবী প্রণয় রাই বলেন, "শুক্রবার দার্জিলিংয়ের অতিরিক্ত দায়রা আদালত বিমল রাইকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় । চলতি বছরেই 20 নভেম্বর দার্জিলিং আদালত নাবালিকাকে যৌন নির্যাতনের মামলা POCSO আইনে এক ব্যক্তিকে ফাঁসির সাজা ঘোষণা করে । দার্জিলিংয়ের বিশেষ আদালতের ওই রায় ঘোষণার এক মাস হতে না হতেই দার্জিলিংয়ের অতিরিক্ত দায়রা আদালত (তৃতীয় কোর্ট) খুনের মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করল ।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে 2018 সালের 28 জানুয়ারি জোরবাংলো থানার রিংতম বস্তিতে বিনয় রাইকে বাড়ির মেঝেতে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় । ওই মামলায় বিমল তামাঙ সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । ওই মামলার তদন্তকারি পুলিশ অফিসার অশোক ছেত্রী 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেন । এরপর চার্জ গঠন হয় । পুলিশ তদন্তে নেমে জানতে পারে বিমলের স্ত্রীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে বিনয় রাই । বিনয় রাই আবার বিমল তামাঙয়ের বন্ধু । কিন্তু বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় বিনয় । এরপর একবছর পর ফিরে এলে বদলা নিতেই খুনের ঘটনা ঘটায় বিমল ।
TAGGED:
রিংতম বস্তি