দার্জিলিং 21 অক্টোবর : ফের ধস 10 নং ও 55 নং জাতীয় সড়কে ৷ যার জেরে বন্ধ হয়ে গিয়েথে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম ও দার্জিলিঙের একাংশের যোগাযোগ ব্যবস্থা ৷ এদিকে, সমতলে বুধবার রাত থেকে কিছুটা বৃষ্টি থামলেও পাহাড়ে বৃষ্টি হয়েই চলেছে ৷ গতকাল যুদ্ধকালীন তৎপরতায় পাহাড়ের সঙ্গে সমতলের যোগাযোগকারী জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলির উপর থেকে ধস সরানোর হয়েছিল ৷ কিন্তু, লাগাতার বৃষ্টিতে বৃহস্পতিবার ফের নতুন করে পাহাড়ে ধস নেমেছে ৷
দার্জিলিং ও কালিম্পঙের জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কালিম্পঙের শ্বেতীঝোরায় ধস সরিয়ে একমুখী যান চলাচল শুরু করা হয়েছিস ৷ কিন্তু, ঘণ্টাখানেকের মধ্যে ফের কালিম্পঙে 10 নং জাতীয় সড়কে ধস নামে ৷ যার জেরে জাতীয় সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে কালিম্পঙের যোগাযোগ ৷ ফলে বিপাকে পড়েছেন পাহাড়ে আটকে থাকা কয়েক হাজার পর্যটক ৷ অন্যদিকে, দার্জিলিঙের তিনধারিয়ায় 55 নং জাতীয় সড়কের উপর থেকে বুধবার রাতে ধস সরানো হয়েছিল ৷ কিন্তু, বৃহস্পতিবার ভোরে ফের ধস নামায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা ৷ এতে দার্জিলিঙের সঙ্গে সিকিমের একটি অংশের যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছে ৷