কালিম্পং, 31 মে : উত্তরবঙ্গে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল কালিম্পংয়ে ৷ মারা গিয়েছিলেন সেখানকার এক মহিলা । আর আজ সেই জেলাই রাজ্যে করোনা টিকাকরণে অন্যান্য জেলাকে পিছনে ফেলে দিয়েছে । স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, টিকাকরণের ক্ষেত্রে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে কালিম্পং জেলা । কালিম্পং জেলার এই সাফল্যে সম্পূর্ণ কৃতিত্ব জেলার স্বাস্থ্যকর্মীদের দিলেন জেলাশাসক আর বিমলা ।
চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ ক্যাম্প করা হয়েছে । এছাড়াও বিভিন্ন ব্লকে নয়টি স্থায়ী ক্যাম্প করা হয়েছে । জেলায় টিকাকরণের লক্ষ্যমাত্রা ছিল প্রতিদিন 100 শতাংশ । তবে দিন কয়েক আগেই তা চারগুন পেরিয়ে গিয়েছে । রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ওই জেলাতে প্রথমে চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মী, পুলিশদের মতো ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকা দেওয়া হয় । তারপর এক এক করে ব্যাংক, শিক্ষক, পরিবহণ, দমকল কর্মীদের দেওয়া শুরু হয় । এখন হকার-সহ খুচরো ব্যবসায়ীদের টিকা দেওয়ার কাজ চলছে ।