পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিম্পঙের জেলাশাসকের পদ থেকে সরানো হল ড: বিশ্বনাথকে - Administration

2.5 বছর পর কালিম্পঙের  জেলাশাসকের পদ থেকে সরানো হল  ড: বিশ্বনাথকে

কালিম্পঙের জেলাশাসকের পদ থেকে সরানো হল ড: বিশ্বনাথকে

By

Published : Oct 19, 2019, 3:01 AM IST

কালিম্পঙ, 19 অক্টোবর : প্রায় আড়াই বছর পর কালিম্পঙের জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন ড: বিশ্বনাথ । আড়াই বছর পর সরানো হল তাঁকে ৷ 2010 ব্যাচের এই IAS অফিসারকে কালিম্পঙের জেলাশাসকের পদ থেকে সরিয়ে কলকাতায় জনগণনা বিভাগের (সেনসাস অপারেশনের) অধিকর্তার দায়িত্ব নিতে বলা হয়েছে । কালিম্পঙে নয়া জেলাশাসক পদে আসছেন মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্য । তিনি 2009 ব্যাচের IAS অফিসার ।

2017 সালের 14 ফেব্রুয়ারি দার্জিলিং জেলা ভাগ করে কালিম্পঙ জেলা গঠন করে রাজ্যের তৃণমূল সরকার । একটি পৌরসভা ও তিন ব্লক কালিম্পঙ-1, কালিম্পঙ-2 ও গোরুবাথান নিয়ে গঠিত এই জেলার জনসংখ্যা অন্তত আড়াই লাখ । কালিম্পঙ, গোরুবাথান ও জলঢাকা-এই তিনটি থানা ও বেশ কয়েকটি পুলিশ আউটপোস্ট রয়েছে এই জেলায় । তবে নয়া জেলা গঠনের পর এক এক করে এখনও পর্যন্ত তিনজন পুলিশ সুপার পেয়েছে কালিম্পঙ । সেই নিরিখে এখনও পর্যন্ত জেলাশাসক মিলেছে মাত্র একজন । এবার কৌশিক ভট্টাচার্য কালিম্পঙের জেলাশাসক পদে কার্যভার নিলে এই সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে দুইয়ে ।

কলকাতায় জনগণনা বিভাগের (সেনসাস অপারেশনের) অধিকর্তার দায়িত্ব নেবেন তিনি

কালিম্পঙের মহকুমা শাসক অভিজিৎ শিবালগি বলেন, ''মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বদলি হয়ে কালিম্পঙের জেলাশাসক হচ্ছেন । এই মর্মে সরকারি নির্দেশিকা মিলেছে । তবে কবে তিনি কার্যভার গ্রহণ করবেন, তা এখনও ঠিক হয়নি ।''

ABOUT THE AUTHOR

...view details