কলকাতা, 30 মে:ঘড়িতে তখন বেলা 11টা ৷ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে এলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই অনুযায়ী মঙ্গলবার সময়মতো হাজিরা দেন তিনি ৷ নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করেছে সিবিআই ৷ 20 মে ভোরে ইডি তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ সেদিন নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পাওয়া গিয়েছে ৷ এরপরই ইডির তরফ থেকে তাঁকে হাজিরার নোটিশ পাঠানো হয় ৷
ইতিমধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের ঘনিষ্ঠ জ্ঞানানন্দ সামন্ত রাহুল বেরাকে সিজিও কমপ্লেক্সে জেরা করেছে ইডির আধিকারিকরা ৷ জ্ঞানানন্দ সামন্ত দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের সদস্য ৷ আর রাহুল বেরা সিভিক ভলেন্টিয়ার ৷ এদির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ঢোকার আগে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন ৷ কালীঘাটের কাকু জানান, ইডির দফতর থেকে বেরবার সময় তাঁর আত্মবিশ্বাস দেখতে পাবেন সাংবাদিকরা ৷ এক সাংবাদিক জিজ্ঞেস করেন, তিনি কি ভয় পাচ্ছেন ? এর উত্তরে সুজয় কৃষ্ণ ভদ্র বলেন, "বেরবার সময় দেখবেন ৷"