পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে থাবা ডেঙ্গির, কালিম্পঙে আক্রান্ত 37 - ডেঙ্গু সংক্রান্ত খবর

রোজই জ্বর নিয়ে ভরতি হচ্ছেন অনেকে । ম্যাক অ্যালাইজ়া পরীক্ষা করে দেখা যাচ্ছে তাঁদের বেশিরভাগেরই ডেঙ্গি হয়েছে । কালিম্পঙে এই নিয়ে আক্রান্তের সংখ্যা 37 ।

ডেঙ্গি

By

Published : Oct 20, 2019, 12:18 PM IST

Updated : Oct 20, 2019, 2:45 PM IST

কালিম্পং, 20 অক্টোবর : শুধু সমতল নয় । পাহাড়েও ডেঙ্গির প্রকোপ । কালিম্পঙে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 37 । বর্ষা যাওয়ার মুখে বাড়ছে সেই সংখ্যা । এমনিতে বর্ষার পর জমা জলে ডেঙ্গির প্রকোপ বাড়ে ৷ তবে পাহাড়েও এমন হওয়ায় চিন্তায় স্বাস্থ্য আধিকারিকরা । রোজই জ্বর নিয়ে ভরতি হচ্ছেন অনেকে ।

পরিষ্কার জমা জলে ডেঙ্গির মশা জন্মায় । এমন ডেঙ্গি সম্পর্কিত বহুল প্রচারিত তথ্য কিছুটা ভুল প্রমাণ হবে পাহাড়ি অঞ্চলের দিকে দেখলে । পাহাড়ে ঢালু এলাকায় জল তো জমে না । তবুও ডেঙ্গির হাত থেকে রেহাই নেই । এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে কালিম্পং পৌরসভা এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে 19 জন । এখন গোটা কালিম্পঙে 37 । ডেঙ্গিতে আক্রান্তের মাত্রা বেড়েছে শেষ কয়েকদিনে । বিগত বছরের তুলনায় এবছর আক্রান্তের সংখ্যাটাও অনেক বেশি । এবিষয়ে কালিম্পঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুপম বিশ্বাস বলেন, "গত বছরের তুলনায় এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে । তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা নেই । এখন কালিম্পং জেলা হাসপাতালে ম্যাক এলাইজ়া টেস্ট হয় । NS 1-র উপর ভরসা না করে ম্যাক এলাইজ়া পরীক্ষার পর ডেঙ্গি নিশ্চিত করা হয় । তবে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও প্লেটলেট কমে গেলে কালিম্পং হাসপাতালেই তা দেওয়া হয় । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্লেটলেট আনিয়ে তা দেওয়া হচ্ছে ।

কালিম্পঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও বলেন, ডেঙ্গি দমনে এলাকায় সচেতনতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । একাজে শহরে পৌরসভা ও গ্রামীণ এলাকায় পাঞ্চায়েত ও BDO-রা ভালো কাজ করছেন । সাফাই অভিযান চালানোর পাশাপশি কোথাও যাতে জল না জমে সেদিকে নজর রাখতে বলা হয়েছে । জ্বর হলেই ডাক্তারের পরামর্শ মেনে প্যারাসিটামল খাওয়া, মশারি টাঙিয়ে ঘুমানো ও প্লেটলেট কমে গেলে সময়ে প্লেটলেট দেওয়া- এসব করতে হবে । অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানাচ্ছেন স্বাস্থ্য আধিকারিক ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Oct 20, 2019, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details