কালিম্পং, 28 জুলাই : উত্তরবঙ্গে ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্টের খোঁজ পেতেই এবার জেলার বেশকিছু জায়গা ও গ্রাম পঞ্চায়েতকে 'হাই রিস্ক জোন' হিসেবে ঘোষণা করল কালিম্পং জেলা প্রশাসন । বুধবার ওই মর্মে একটি নির্দেশিকা জারি করে কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিম্পং জেলার এক করোনা সংক্রমিত রোগীর দেহেও ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে । কালিম্পং থেকে সিকিমে পর্যটক-সাধারণ মানুষ সহ পাহাড়বাসীর আনাগোনা লেগেই থাকে । যার ফলে এই জেলায় সংক্রমিতের সংখ্যা ফের বাড়ার আশঙ্কা করছে জেলা প্রশাসন । নাইট কার্ফু নিয়ে কড়াকড়ি থাকলেও জেলাতে যাতে সংক্রমণ কোনওভাবেই বৃদ্ধি না পায় তার জন্য এই উদ্যোগ বলে জানান জেলা প্রশাসনের আধিকারিকরা । জেলার তিনটি ব্লকের ছটি জায়গাকে 'হাই রিস্ক জোন' হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন ।