পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor on Education Scam: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বরদাস্ত নয়, নতুন প্রজন্মকে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা রাজ্যপালের - Recruitment Scam

শিক্ষা দুর্নীতি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বার্তা দিলেন, কোনওভাবেই শিক্ষায় দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷ আর তার জন্য প্রতিবাদে সরব হওয়ার বার্তা দিলেন তিনি ৷

Governor on Education Scam ETV BHARAT
Governor on Education Scam

By

Published : Jun 30, 2023, 5:50 PM IST

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বরদাস্ত না করার বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের

কালিম্পং, 30 জুন: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয় ৷ দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হতে হবে ৷ কালিম্পং কলেজে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা-দুর্নীতি নিয়ে শুক্রবার এমনটাই বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ চারদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি ৷ আজ সকালে প্রথমে 12 মাইলের এক বৃদ্ধাশ্রমে যান ৷ সেখানে আবাসিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান ও তাঁদের উপহার তুলে দেন ৷ সেখান থেকে সোজা চলে যান কালিম্পং কলেজে ৷

কালিম্পং কলেজের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শিক্ষা-দুর্নীতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল ৷ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি ৷ আর এর প্রতিবাদে নতুন প্রজন্মকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "দুর্নীতিমুক্ত শিক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে ৷" পাশাপাশি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তিনি কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান সিভি আনন্দ বোস ৷

কী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য ? এই বিষয়ে তাঁর বক্তব্য, "আমি আচার্য হিসেবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের উপাচার্যদের নিয়ে বৈঠক করেছি ৷ সেখানে আমরা বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি ৷ প্রথমত, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে ও পড়ুয়াদের দেশের সেরা করতে হবে ৷ দ্বিতীয়ত, আমরা বিশ্ববিদ্যালয়-সহ শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করব ৷ আর তার জন্য আমরা বদ্ধপরিকর ৷ দুর্নীতিমুক্ত শিক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই ৷ তার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে ৷ সবাইকে একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে ৷ আমি চাই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সফল পড়ুয়ারাই আগামীতে উপাচার্য হিসেবে দায়িত্ব নিক ৷"

আরও পড়ুন:রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল: কুণাল ঘোষ

উল্লেখ্য, রাজ্যে প্রাথমিক, উচ্চ-প্রাথমিক ও উচ্চশিক্ষা ক্ষেত্র, সর্বত্র নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ যে মামলাগুলিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক, উচ্চ-প্রাথমিক ও উচ্চশিক্ষা দফতরের পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিক সকলেই বর্তমানে জেলে ৷ আদালতের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর তদন্ত করছে ৷ এমনকি শাসকদলের একাধিক নেতাও এই ঘটনায় বর্তমানে জেলে রয়েছেন ৷ আরও অনেককে স্ক্যানারে রেখেছে সিবিআই ও ইডি ৷

ABOUT THE AUTHOR

...view details