কালিম্পং, ০৯ মার্চ : পাহাড়ের খরস্রোতা তিস্তায় রাফটিং এক্সপেডিশন করল ভারতীয় সেনা। আ্যডভেঞ্চার স্পোর্টসে জওয়ানদের মধ্যে কৌশল ও মনোবল বাড়ানোর লক্ষ্যে ১০৫ কিলোমিটার লম্বা পথ জুড়ে এই রাফটিং হয়। সিকিমের শেরওয়ানি থেকে ৪ মার্চ শুরু হয় এক্সপেডিশন। আজ সেবকের করোনেশনে এক্সপেডিশন শেষ হয়। শেরওয়ানি থেকে সেবকের বাঘপুল পর্যন্ত এই রাফটিংয়ের পথে সিনতাম ও রংপোর স্কুল পড়ুয়াদের সঙ্গে রাফটিং নিয়ে আলোচনা হয়।
লক্ষ্য টিম স্পিরিট, তিস্তায় ১০৫ কিলোমিটার রাফটিং সেনার : ভিডিয়ো
পাহাড়ের খরস্রোতা তিস্তায় রাফটিং এক্সপেডিশন করল ভারতীয় সেনা। আ্যডভেঞ্চার স্পোর্টসে জওয়ানদের মধ্যে কৌশল ও মনোবল বাড়ানোর লক্ষ্যে ১০৫ কিলোমিটার লম্বা পথ জুড়ে এই রাফটিং হয়।
ভারতীয় সেনার ৩৩ কর্পসের ব্ল্যাকক্যাট ডিভিশনের মেজর জেনারেল আর সি তিওয়ারি এই অভিযানের সূচনা করেন। রাফটিংয়ের মাধ্যমে সেনার তরফে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহ প্রদানের পাশপাশি অ্যাডভেঞ্চারের বিভিন্ন সরঞ্জামের প্রদর্শন করা হয়। টিম স্পিরিট সহ সেনা জওয়ানদের মধ্যে উৎসাহ বাড়াতে এই ধরনের আ্যডভেঞ্চার মাঝে মধ্যেই করে থাকে সেনাবাহিনী। জওয়ানদের মধ্যে টিম স্পিরিট বাড়ানো সহ এই ধরনের এক্সপেডিশন আরও হবে বলে সেনা সূত্রে খবর।