পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিহার থেকে গন্তব্য পাহাড়, হাঁটা শুরু করতেই মিলল GTA-র সহায়তা - lockdown

লকডাউনের কারণে বিহারে আটকে পড়েছিলেন । বাড়ি ফিরতে পারছিলেন না । টাকাও ফুরিয়ে যাওয়ায় হেঁটেই বাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দেন 21জন শ্রমিক । পথে সহায়তা পেয়েছেন GTA-র ।

aa
শ্রমিক

By

Published : May 16, 2020, 2:37 PM IST

কালিম্পং, 16 মে : লকডাউনের জেরে বিহারে আটকে পড়া 21জন শ্রমিক হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । তাঁরা পাহাড়ের বাসিন্দা । কবে ফিরতে পারবেন তা জানা ছিল না । কিন্তু কয়েক কিলোমিটার হাঁটার পরেই ভাগ্যে শিকে ছেঁড়ে । বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন GTA চেয়ারম্যান অনিত থাপা । ওই শ্রমিকদের একজনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি । এরপর 25 হাজার টাকা একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় । বিহারের সাসারাম থেকে শুক্রবার শিলিগুড়িতে আসেন ওই শ্রমিকরা । এরপর GTA-র শিলিগুড়ি হেল্প ডেস্কের সহায়তায় থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার পর পাহাড়ে পাঠানোর ব্যবস্থা করা হয় তাঁদের ।

শিলিগুড়িতে GTA হেল্প ডেস্কের প্রধান বিন্নি শর্মা বলেন, "বিহারের সাসারামে একটি কম্পানির অধীনে 21জন শ্রমিক কাজ করতেন । লকডাউনের কারণে আটকে পড়েছিলেন তাঁরা । ওই কম্পানির তরফে তাঁদের বাড়ি ফিরে যেতে বলা হয় । কিন্তু লকডাউনে কীভাবে বাড়ি পৌঁছাবেন তাঁরা বুঝতে পারছিলেন না । সঞ্চিত অর্থ ফুরিয়ে যাওয়ায় সমস্যা হচ্ছিল । তাই দু'দিন আগে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করেন তাঁরা । সেইমতো হাঁটতে শুরু করেন ।"

শ্রমিকদের বাসে তোলা হচ্ছে

এই 21জন দার্জিলিং, কালিম্পং ও সিকিমের বাসিন্দা । তাঁদের বেশ কয়েকজনকে কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয়েছে । কয়েকজনকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে । এভাবে GTA-র সহায়তায় ফিরতে পেরে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details