পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: কালিম্পংয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার 4 - Panchayat Elections 2023

বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে কালিম্পংয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ যে ঘটনায় আজ সিকিম থেকে অভিযুক্তদের গ্রেফতার করল কালিম্পং পুলিশ ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

By

Published : Jul 9, 2023, 9:52 PM IST

কালিম্পং, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন কালিম্পংয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ সিকিমে অভিযান চালিয়ে ওই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে ধৃত চারজনই অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম-এর সক্রিয় সদস্য ৷ যদিও, ওই 4 জন তাদের দলের সদস্য নয় বলে দাবি করেছে বিজিপিএম নেতৃত্ব ৷ এই ঘটনায় গতকালই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত বিজেপি কর্মী ৷ তার পরেই দ্রুত পদক্ষেপ নিয়ে ওই চারজনকে সিকিমের এক হোটেল থেকে গ্রেফতার করে কালিম্পং থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে একটি গোপন সূত্র মারফত তদন্তাকারীরা জানতে পারেন, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলাকারীরা সিকিমের একটি হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছে ৷ রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ ৷ এর পর আজ সকালে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতেরা হলেন, শরণ রাই, কিশোর রাই, লাচ্ছুমান ছেত্রী এবং বিকাশ খাওয়াস ৷ তাঁরা সকলেই কালিম্পংয়ের লোয়ার লামিনী গাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের এ দিন কালিম্পং জেলা আদালতে তোলা হলে, বিচারক তাঁদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

উল্লেখ্য, শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন কালিম্পং 1 ব্লকের ভালুখোপ পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় ৷ তাঁর বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি, প্রার্থীর পরিবারের সদস্যদের মারধর করা হয় ৷ বিজেপি প্রার্থীর নাবালিকা মেয়েকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ করা হয়েছে ৷ এমনকি বাড়ির বাইরে থাকা গাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা ৷ এই ঘটনায় গতকাল পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ৷

আরও পড়ুন:হিংসার মাঝেই একেবারে অন্য ছবি! পাহাড়ে ভোট হচ্ছে শান্তিপূর্ণ

তবে, মাত্র 12 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের খুঁজে গ্রেফতার করায় পুলিশের প্রশংসাও করেছেন তিনি ৷ অভিযুক্তের গ্রেফতারির পর কালিম্পং পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাংসদ ৷ পাশাপাশি, অভিযুক্তরা যাতে উপযুক্ত সাজা পান, তাও পুলিশকে সুনিশ্চিত করতে বলেছেন ৷ অন্যদিকে, ধৃত 4 জনই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সদস্য বলে অভিযোগ করেছে বিজেপি ৷ যদিও, সেই অভিযোগ খারিজ করেছে বিজিপিএম নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details