কালিম্পং, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন কালিম্পংয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ সিকিমে অভিযান চালিয়ে ওই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে ধৃত চারজনই অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম-এর সক্রিয় সদস্য ৷ যদিও, ওই 4 জন তাদের দলের সদস্য নয় বলে দাবি করেছে বিজিপিএম নেতৃত্ব ৷ এই ঘটনায় গতকালই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত বিজেপি কর্মী ৷ তার পরেই দ্রুত পদক্ষেপ নিয়ে ওই চারজনকে সিকিমের এক হোটেল থেকে গ্রেফতার করে কালিম্পং থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে একটি গোপন সূত্র মারফত তদন্তাকারীরা জানতে পারেন, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলাকারীরা সিকিমের একটি হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছে ৷ রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ ৷ এর পর আজ সকালে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতেরা হলেন, শরণ রাই, কিশোর রাই, লাচ্ছুমান ছেত্রী এবং বিকাশ খাওয়াস ৷ তাঁরা সকলেই কালিম্পংয়ের লোয়ার লামিনী গাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের এ দিন কালিম্পং জেলা আদালতে তোলা হলে, বিচারক তাঁদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷