কালিম্পং, ১০ মার্চ : লোকসভা ভোটের আগে পাহাড়ে চমক। রাজ্যের তথ্যপ্রযুক্তি মানচিত্রে জুড়ল কালিম্পং। উদ্বোধন হল ১৭ তম IT পার্কের। গতকাল কালিম্পংয়ের এগারো মাইলে এই পার্কের উদ্বোধন করেন GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, বিধায়ক অমরসিং রাই, কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ও জেলাশাসক ড: বিশ্বনাথসহ আরও অনেকে।
কালিম্পংয়ে IT পার্কের উদ্বোধনের পর বিনয় তামাং বলেন, "এই উদ্বোধনের ফলে পাহাড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ছ'হাজার কর্মসংস্থান হবে। ৩৫ কোটি টাকা খরচ করে এরপর তৈরি হবে IT ভবন। দার্জিলিংয়েও IT পার্ক হবে। এর ফলে পাহাড়ের ছেলেমেয়েদের আর অন্যত্র যেতে হবে না। পাহাড়ে থেকেই তারা তথ্যপ্রযুক্তি তথা IT শিক্ষায় পারদর্শী হতে পারবে।"