পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তথ্যপ্রযুক্তি মানচিত্রে কালিম্পং, উদ্বোধন হল IT পার্কের - Kalimpong

লোকসভা ভোটের আগে রাজ্যের তথ্যপ্রযুক্তি মানচিত্রে জুড়ল কালিম্পং। উদ্বোধন হল ১৭ তম IT পার্কের। অনুষ্ঠানে ছিলেন GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং।

IT পার্কের উদ্বোধনে বিনয় তামাং

By

Published : Mar 10, 2019, 2:09 AM IST

কালিম্পং, ১০ মার্চ : লোকসভা ভোটের আগে পাহাড়ে চমক। রাজ্যের তথ্যপ্রযুক্তি মানচিত্রে জুড়ল কালিম্পং। উদ্বোধন হল ১৭ তম IT পার্কের। গতকাল কালিম্পংয়ের এগারো মাইলে এই পার্কের উদ্বোধন করেন GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, বিধায়ক অমরসিং রাই, কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ও জেলাশাসক ড: বিশ্বনাথসহ আরও অনেকে।

কালিম্পংয়ে IT পার্কের উদ্বোধনের পর বিনয় তামাং বলেন, "এই উদ্বোধনের ফলে পাহাড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ছ'হাজার কর্মসংস্থান হবে। ৩৫ কোটি টাকা খরচ করে এরপর তৈরি হবে IT ভবন। দার্জিলিংয়েও IT পার্ক হবে। এর ফলে পাহাড়ের ছেলেমেয়েদের আর অন্যত্র যেতে হবে না। পাহাড়ে থেকেই তারা তথ্যপ্রযুক্তি তথা IT শিক্ষায় পারদর্শী হতে পারবে।"

তিনি আরও বলেন, "হিংসা ও লড়াই-ঝগড়া শুধু ধ্বংসের পথ। এখন পাহাড়ে শান্তি রয়েছে। সবাই মিলেমিশে রয়েছে বলেই উন্নয়ন হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও পাহাড়ে বেকার সমস্যা দূরীকরণে GTA পদক্ষেপ নিচ্ছে।"

রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ের উন্নয়নে জোর দিয়েছেন। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।"

ABOUT THE AUTHOR

...view details