কালিম্পং, 7 জুলাই: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের একটি বাস ৷ অল্পের জন্য 32 জন যাত্রী নিয়ে খাদে উলটে যাওয়ার মতো পরিস্থিতি থেকে রেহাই পেল বাসটি ৷ উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির ৷ কালিম্পংয়ের মাল্লি থানা এলাকায় 10 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় গাড়ির চালক-সহ 12 জন যাত্রী গুরুতর জখম হয়েছেন ৷ জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে চারচাকার গাড়িটি আসছিল ৷ আর যাত্রীবাহি বাসটি সিকিম থেকে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার সিকিম থেকে ন্যাশনাল ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে আসছিল ৷ কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের উপর শিলিগুড়ির দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের ৷ ঘটনার প্রতিঘাতে বাসটি খাদের দিকে চলে যায় ৷ তবে, অল্পের জন্য সেটি খাদে পড়ে যাওয়া থেকে রেহাই পায় ৷ তা না হলে, প্রায় 32 জন যাত্রীকে নিয়ে বাসটি খাদে পড়লে কারও প্রাণে বাঁচার আশা ছিল না ৷ তবে, এই দুর্ঘটনায় আহত গাড়ির চালক-সহ 12 জনের অবস্থা আশঙ্কাজনক ৷