ঝাড়গ্রাম, 16 অগাস্ট : প্রতিদিন নেশা করে বাড়ি ফিরত ব্যক্তি । আর তার প্রতিবাদ করায় ছেলেকে খুনের অভিযোগ উঠল তার বিরুদ্ধে । গোপীবল্লভপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের পড়াশিয়া গ্রামের ঘটনা ।
মদ্যপানের প্রতিবাদের জের ! ছেলেকে খুন ব্যক্তির - Jhargram news
ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের ঘটনা ।
মৃত যুবকের নাম পরেশ নায়েক (29) ৷ তিনি ওড়িশার একটি বেসরকারি সংস্থায় কাজ করত । লকডাউনের জেরে বাড়ি ফিরেছিলেন তিনি । গতকাল বিকেলে বাড়িতে একাই ছিলেন । সেই সময় পরেশের মা মঞ্জুরী নায়েক জমিতে গিয়েছিলেন এবং তাঁর স্ত্রী ছিলেন বাপের বাড়িতে । ঠিক সেই সময় মদ্যপান করে বাড়ি আসেন তাঁর বাবা ধনঞ্জয় নায়েক । তিনি পেশায় পাউরুটি ব্যবসায়ী । নেশা করা নিয়ে তাদের মধ্যে বচসা হয় ৷ সেই সময়ই ছুরি দিয়ে ছেলেকে আঘাত করেন ধনঞ্জয় । রক্তাক্ত অবস্থায় তাঁকে গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁকে স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই পরেশের বাবা ধনঞ্জয় নায়েক পলাতক । যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত গোপীবল্লভপুর থানায় লিখিতভাবে কোনও অভিযোগ জানানো হয়নি ।