পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

World Travel in Bicycle : ভারতীয় সংস্কৃতির প্রচারে সাইকেলে বিশ্বভ্রমণে পুরুলিয়ার অক্ষয় - World Travel in Bicycle

ভারতীয় সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবং শান্তির বার্তা দিতে বিশ্বভ্রমণে পুরুলিয়ার অক্ষয় ভকত (World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia) ৷ তাও সাইকেল চালিয়ে ৷ শনিবার পুরুলিয়ার বাড়ি থেকে রওনা দিয়েছেন অক্ষয় ৷ দিল্লি হয়ে ইজিপ্ট পৌঁছবেন তিনি ৷ সেখান থেকেই শুরু হবে তাঁর সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ ৷

World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia
World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia

By

Published : Apr 3, 2022, 12:21 PM IST

ঝাড়গ্রাম, 3 এপ্রিল : সাইকেলে বাড়ি বাড়ি পেপার পৌঁছে দিতেন ৷ সাইকেলে ঘুরে ঘুরে লটারিও বিক্রি করতেন । সেই সাইকেল নিয়েই এবার বিশ্বভ্রমণে বেরিয়ে পড়লেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানা বুড়দা গ্রামের 28 বছরের অক্ষয় ভকত ৷ বিশ্বশান্তি, পরিবেশ রক্ষা এবং বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়েই তাঁর এই বিশ্বভ্রমণ (World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia) ৷ এর আগে 400 দিন সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ করেছেন অক্ষয় ৷ তার পর লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তায় প্রথম ব্যক্তি হিসেবে সাইকেল চালিয়ে গিনেস বুক এফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে তিনি ৷

শনিবার সন্ধ্যায় বিশ্বভ্রমণের উদ্দেশ্যে পুরুলিয়ার বাড়ি থেকে রওনা দিয়ে ঝাড়গ্রামে পৌঁছেছেন অক্ষয় ভকত ৷ ঝাড়গ্রামে অক্ষয়কে দহিজুড়ির মোড়ে স্বাগত জানায় ঝাড়গ্রাম সাইকেল রাইডার গ্রুপ ৷ দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে জামদা হরি মঞ্চের কাছে অক্ষয়কে সংবর্ধনা জানায় ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাব, ঝাড়গাম জেলা প্রাথমিক শিক্ষক সংগঠন, ঝাড়গ্রাম সাইকেল রাইডার গ্রুপ এবং ঝাড়গ্রামের সমাজসেবী উজ্জ্বল পাত্র ৷ রাতে ঝাড়গ্রামের একটি অতিথিশালায় রাতে থাকেন তিনি ৷ রবিবারেও ঝাড়গ্রামেই থাকবেন তিনি ৷ সোমবার ঝাড়গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন অক্ষয় ৷

আরও পড়ুন : Folk Song on Russia-Ukraine War : বিশ্বশান্তি ও যুদ্ধবিরতির বার্তা দিয়ে গান বাঁধলেন লোকশিল্পী তরণীমোহন

কলকাতা থেকে দিল্লি এবং সেখান থেকে ইজিপ্ট যাবেন অক্ষয় । সেখান থেকেই যাত্রা শুরু করবেন আফ্রিকা মহাদেশ ভ্রমণের ৷ আফ্রিকা থেকে ইউরোপ ৷ সেখান থেকে আমেরিকা এবং এশিয়া মহাদেশ ভ্রমণ করে বাড়ি ফিরবেন অক্ষয় । তাঁর এই ভ্রমণে পাঁচ থেকে সাত বছর সময় লাগবে ৷ অক্ষয় বলেন, ‘‘পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানা বুড়দা নামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বেরিয়েছি ৷ আমার লক্ষ্য হচ্ছে, সাইকেলে করে পুরো বিশ্বভ্রমণ করা ৷ আমি এখন ঝাড়গ্রাম পৌঁছেছি । ঝাড়গ্রাম থেকে কলকাতা হয়ে দিল্লি যাব আমি ৷ দিল্লি থেকে সোজা চলে যাব ইজিপ্ট ৷ আমার ইচ্ছে রয়েছে পুরো আফ্রিকা মহাদেশ ঘোরার পর ইউরোপ, আমেরিকা এবং এশিয়া মহাদেশ হয়ে বাড়ি ফেরার ৷ প্রায় পাঁচ থেকে সাত বছরের আমার এই যাত্রা রয়েছে ৷ আমার লক্ষ্য সারা পৃথিবীজুড়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া ৷ তাছাড়াও, আমার ইচ্ছে রয়েছে প্রতিটি দেশে একটি করে গাছ লাগাব ৷ বিশ্বশান্তির বার্তা এবং ভারতীয় সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরব ৷’’

2018 সালে অক্ষয় তাঁর জীবনের গতিপথ বদলে সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন ৷ প্রায় 400 দিনের মাথায় সাইকেলে ভারত ভ্রমণ করে পুরুলিয়ার বাড়িতে পৌঁছান তিনি ৷ এই ভারত ভ্রমণের সময় ভারতের প্রত্যন্ত গ্রামগুলিতে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন অক্ষয় ভকত ৷ লকডাউন পর্বে লাদাখের বিপজ্জনক স্থানে সাইকেল চালিয়ে গিনেস বুক এফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তিনি ৷ এ বার বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলেন তিনি ৷

অক্ষয় বলেন, ‘‘আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল, স্বামী বিবেকানন্দের মত পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করার ৷ যখন আমি পড়াশোনা করি তখন আরও ভালভাবে বুঝতে পারি ৷ আমি মাত্র মাধ্যমিক পাশ ৷ কিন্তু, আমি লাইব্রেরিতে অনেক বই পড়েছি ৷ আমি যত বই পড়ি তত আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগে যে, পায়ে হেঁটে না হলেও সাইকেলে পুরো বিশ্বভ্রমণ করতে পারব ৷’’

2018 সালে প্রথম বাড়ি থেকে বেরিয়ে ছিলেন একটি সাইকেল ও পকেটে 200 টাকা নিয়ে ৷ স্বপ্ন ছিল সারা ভারতবর্ষ ঘোরার ৷ সেই ইচ্ছে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অক্ষয় ৷ তার পর ভারত ভ্রমণের সময় বাল্যবিবাহ নিয়ে মানুষকে সচেতন করেন অক্ষয় ৷ অক্ষয় এই বিশ্বভ্রমণে পরিবারকে পাশে পেয়েছেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর বাবা-মা ভীষণভাবে তাঁকে সমর্থন করেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details