ঝাড়গ্রাম, 23 জুন : মুখ্যমন্ত্রীর উদ্যোগে নারীর সুরক্ষায় জোর দিয়ে চালু হল মহিলা পুলিশের উইনার্স টিম (Women Winners Team)। মে মাসে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী । প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি বাড়ানোর জন্য ৷ পাশাপাশি উইনার্স টিম তৈরি করার নির্দেশও এসেছিল তাঁর তরফে । সেইমতো ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ি থানায় মহিলা টিমের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ।
উইনার্স টিমে 10টি স্কুটিতে 12 জনের একটি দল রয়েছে ৷ যারা বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি করবে । বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র । বছরের প্রায় সবসময়ই ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড়-জঙ্গলের টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে । ফলে উইনার্স টিম নারী সুরক্ষার পাশাপাশি পর্যটকদেরও সুরক্ষা দেবে বলে জানা গিয়েছে । ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রতিটি জেলাতে যেরকম শুরু হয়েছে উইনার্স অল উইমেন স্কোয়াড । এর মূল লক্ষ্য হচ্ছে নারী সুরক্ষা এবং এন্টি ইভটিজিং জন্য পেট্রলিং করা ।’’