ঝাড়গ্রাম 2 মার্চ: নির্বাচন ঘোষণার পরেই ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার পড়ল জঙ্গলমহলে । ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার মালাবতী, চিয়ানবেড়া, পলাশবনী-সহ বিভিন্ন গ্রামের রাস্তায় ও বিভিন্ন বাড়ির দেওয়ালে গাছে এবং বেলপাহাড়ি থানার বিভিন্ন গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে লাল কালিতে লেখা রয়েছে বিজেপি হাত গুটাও, তৃণমূল কংগ্রেস দুর হটাও । নীচে লেখা সিপিআই মাওবাদী । সেইসঙ্গে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা ।
নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ২৭ মার্চ থেকে শুরু ভোটগ্রহণ। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে নির্বাচনের জন্য মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়পত্র জমা নেওয়ার কাজ । ঠিক সেই দিন থেকেই জঙ্গলমহল ফের উত্তপ্ত হয়ে উঠল মাওবাদী পোস্টারে । মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার মালাবতী, চিয়ানবেড়া, পলাশবনী-সহ বিভিন্ন গ্রামের রাস্তায় ও বিভিন্ন বাড়ির দেওয়ালে ও গাছে এবং বেলপাহাড়ি থানার বিভিন্ন গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা দিয়েছে । ওই পোস্টারে লাল কালিতে লেখা রয়েছে বিজেপি হাত গুটাও, তৃণমূল কংগ্রেস দুর হটাও। জঙ্গলমহলে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে পোস্টারে ।
এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা । ঘটনাস্থলে পুলিশ গিয়ে পোস্টার গুলিকে উদ্ধার করেছে । বহু পোস্টার রাস্তাঘাটে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তবে স্থানীয় বাসিন্দারা কেউ এ বিষয়ে মুখ খুলতে চাননি ।