পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

15 মার্চ ঝাড়গ্রামে অমিত, প্রস্তুতি দেখলেন দিলীপ

15 মার্চ ঝাড়গ্রামে সভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তার আগে প্রস্তূতিপর্ব খতিয়ে দেখতে এবং ঝাড়গ্রামের দলীয় নেতাদের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারতে আজ দুপুরে ঝাড়গ্রাম আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ নির্বাচন সংক্রান্ত বিবিধ আলোচনা হয় বলে জানান তিনি ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Mar 12, 2021, 10:19 PM IST

ঝাড়গ্রাম, 12 মার্চ : নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যে ঘনঘন আসছেন বিজেপি হেভিওয়েট নেতা ৷ উদাহরণস্বরূপ আজ হলদিয়ায় শুভেন্দু অধিকারীর মনোময়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি , ধর্মেন্দ্র প্রধান ৷ পাশাপাশি 14 ও 16 মার্চও রাজ্যে স্মৃতি ইরানী ও যোগী আদিত্যনাথের সভা রয়েছে ৷ তার আগে 15 মার্চ ঝাড়গ্রাম আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তারই প্রস্তূতিপর্ব খতিয়ে দেখতে ও প্রস্তূতি বৈঠক করতে ঝাড়গ্রামে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপর হামলার প্রতিবাদে কালো পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ সেপ্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন , " আগামী 2 মে তো পুর মুখটাই কালো হয়ে যাবে ৷ এখন কালো পতাকা নিয়েই ঘুরুক ৷ " পাশাপাশি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিভিন্ন উস্কানিমূলক কথায় উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল ৷ সেপ্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, " যারা ভয় পায় , যারা দুর্বল তারই এধরনের কথা বলে ৷ যখন আমরা দুর্বল ছিলাম , তখন আমরা এই ধরনের কথা বলতাম ৷ এখন আমাদের পাশে মানুষ আছেন ৷ আমরা আমাদের আদর্শ নিয়ে কাজ করে এসেছি ৷ এই ধরনের কথায় বোঝাই যাচ্ছে কে সবল আর কে দুর্বল ৷ "

15 মার্চ ঝাড়গ্রাম আসছেন অমিত, তার আগে এলেন দিলীপ

আজ দুপুরে ঝড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে অমিত শাহের সভার প্রস্তুতি এবং সাংগঠনিক বৈঠকে যোগদেন করতে আসেন দিলীপ ঘোষ । বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর বিধানসভার বিজেপির তিন প্রার্থী । ভোট কৌশল নিয়েও বিস্তর আলোচনা হয় বলে তিনি জানান ৷

আরও পড়ুন :আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের

27 মার্চ ও 1 এপ্রিল ভোটপর্ব চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ৷ ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি ৷ প্রার্থীর নাম ঘোষণার পর এই প্রথম রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তার আগে অমিত শাহর নির্বাচনী সভার প্রস্তূতিপর্ব খতিয়ে দেখতে এবং বিজেপি কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে ঝাড়গ্রাম আসেন দিলীপ ঘোষ ৷

ABOUT THE AUTHOR

...view details