ঝাড়গ্রাম, 14 এপ্রিল : চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ৷ এই অভিযোগে বুধবার সন্ধেয় উত্তেজনা ছড়াল ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে । জানা গিয়েছে, মঙ্গলবার পেট খারাপ ও হালকা গা-গরমের সমস্যা নিয়ে ঝাড়গ্রামের শ্রীরাম নার্সিংহোমে ভর্তি হন চন্দ্রী গ্রামের গৃহবধূ মাতঙ্গিনী গিরি (34) (Violence in Jhargram Nursing Home over wrong treatment death) ।
বুধবার সকালেই তিনি সুস্থ হয়ে উঠলেও নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, মাতঙ্গিনী দেবীর শরীরে ক্রিয়েটিনিন কম থাকায় ইউএসজি করতে হবে । সেইমতো তাঁর ইউএসজি করা হয় । বিকেলের পর হঠাৎ মাতঙ্গিনী দেবীর পেটে ব্যথা শুরু হয় ও পেট ফুলে যায় । সেই অবস্থায় কর্তব্যরত নার্সরা তাঁকে একটি ইঞ্জেকশন দেয় । তা দেওয়ার পরেই রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং মারা যান মাতঙ্গিনী গিরি ।