ঝাড়গ্রাম, 9 মে :ক্রমাগত হাতির হানায় জেরবার ঝাড়গ্রামের জারুলিয়া গ্রাম ৷ 13 দিনে হাতির আক্রমণের বলি চারজন । হাতির আতঙ্কে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত তিন বন বিভাগ । সোমবার সকালে ঝাড়গ্রাম বন বিভাগের ঝাড়গ্রাম রেঞ্জের জারুলিয়া গ্রামে প্রাতঃকর্ম করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয় গণেশ সিং নামে এক ব্যক্তির । হাতির হানায় মৃত্যুর খবর চাউর হতেই উত্তেজনার সৃষ্টি হয় জারুলিয়া এলাকায় । বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসী (Villagers Shows Agitation against Forest Workers due to Elephant Attack in Jhargram)।
হাতির সমস্যা সুরাহা না-করা পর্যন্ত মৃতদেহ তুলতে দেওয়া যাবে না, এই দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । যদিও পুলিশ ও বন বিভাগ যৌথভাবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ।
27 এপ্রিল ঝাড়গ্রাম রেঞ্জের ছোটচাঁদাবিলা এলাকায় হাতির হানায় মৃত্যু হয় রেখা মাহাতো (52) নামে এক মহিলার । এই ঘটনার ঠিক আট দিনের মাথায় 4 মে নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের গোখুরপুর গ্রামে হাতির হানায় মারা যান পূর্ণচন্দ্র মাহাতো (66) নামের এক ব্যক্তি । নয়াগ্রামের ঘটনার ঠিক তিন দিনের মাথায় 7 মে শনিবার ঝাড়গ্রাম রেঞ্জের সাপধরা এলাকায় হাতির হানায় মৃত্যু হয় মিনি বাগাল (55) নামে এক মহিলার । এর দু'দিনের মাথায় ফের হাতির আক্রমণে মৃত্যু হল গণেশ সিং নামে এক ব্যক্তির ।