ঝাড়গ্রাম, 29 সেপ্টেম্বর :ভাল পোস্ট নয়, ভাল মানুষ হতে চাই । বাড়ি ফিরে বললেন হবু আইএএস ঝাড়গ্রামের ভূমিপুত্র শুভঙ্কর বালা (Subhankar Bala)। সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় (Union Public Service Commission) 79তম স্থান পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হন শুভঙ্কর । বুধবার সন্ধ্যায় ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছতেই তাঁকে স্বাগত জানান স্থানীয়রা ৷
ঝাড়গ্রাম স্টেশনে শুভঙ্করকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান এলাকার বিশিষ্ট ব্যক্তিরা । শুভঙ্কর ফিরতেই তাঁকে সংবর্ধনা জানাতে বাড়ি পৌঁছন ঝাড়গ্রাম পৌরসভার সহ-পৌর প্রশাসক কল্লোল তপাদার, ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি । সবার অভিবাদন পেয়ে আপ্লুত শুভঙ্কর বললেন, "যা ব়্যাঙ্ক করেছি আইএএস হতে চাই । আমি ভাল পোস্ট-এর চেয়েও ভাল মানুষ হতে চাই । অনেক সময় ভাল পোস্টের তাগিদে মানুষ ভাল হওয়াটাকেই ভুলে যায় ।" তিনি আরও বলেন, "নিজের জেলায় কখনও পোস্টিং হয় না ৷ যদি কখনও ঝাড়গ্রামের জন্য কাজ করার সুযোগ পাই, আমার অনেক কিছু করার রয়েছে ।"
শুভঙ্করের বাড়ি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে ৷ ছোট থেকেই বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন তিনি ৷ ঝাড়গ্রাম কেকেআই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান বেঙ্গালুরু ৷ 2017 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেই বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি শুরু করেন শুভঙ্কর ৷ চাকরির পাশাপাশি চলে পড়াশোনাও ৷
আরও পড়ুন:Subhankar Bala UPSC : সোশ্যাল মিডিয়ার ছোঁয়াচ বাঁচিয়ে ইউপিএসসিতে সফল ঝাড়গ্রামের শুভঙ্কর