ঝাড়গ্রাম, 30 মে : ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বনপুরা এলাকায় ডুলুং নদী থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ । শনিবার সকাল ন'টা নাগাদ স্থানীয়রাই নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন । তারাই পুলিশকে খবর দেয় ৷ খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ৷ তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়দের দাবি , বছর ষাটেকের ওই ব্যক্তি বেশকিছুদিন ধরে সাঁকরাইলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন । সম্ভবত মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। অন্যদিকে সুবর্ণরেখার জল বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই ডুলুং নদীর জলও বৃদ্ধি পায় ৷ ফলে জলে ডুবে মৃত্যুর সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷