পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Death in Elephant Attack: ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণ গেল হুলা পার্টির 2 সদস্যের, আহত বহু - হাতির হানায় মৃত্যু

ফের হাতির হানায় মৃত্যু হুলা পার্টির সদস্যের ৷ এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম ৷ শুক্রবার লোধাশুলী রেঞ্জে হাতি তাড়াতে গিয়ে দু'জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ তাঁদের মধ্যে একজন ঝাড়গ্রাম মেডিক্যাল ও কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

Elephant Attack
হাতির হানায় মৃত্যু

By

Published : Jul 14, 2023, 1:11 PM IST

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হুলা পার্টির 2 সদস্যের

ঝাড়গ্রাম, 14 জুলাই:হাতি তাড়াতে গিয়ে গজরাজের হানায় মৃত্যু হল হুলা পার্টির দুই সদস্যের । ঘটনায় আহত হুলা পার্টির আরও বেশ কয়েক জন সদস্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে ঝাড়গ্রাম বন বিভাগের রামরমা বিটের বড়বাড়ি এলাকায় । হাতির হানায় মৃত হুলা পার্টির সদস্যের নাম হল তিলকা মুর্মু (18) এবং গৌরাঙ্গ মাহাতো (34) । তাঁদের দু'জনেরই বাড়ি ঝাড়গ্রাম থানার মোহনপুর এলাকায় ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, লোধাশুলী রেঞ্জের ভাওদা এলাকায় 15টি হাতির একটি দল বেশ কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছিল । বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতির দলটিকে তাড়ানোর কাজ শুরু করে বন দফতরের কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন লোধাশুলী রেঞ্জের 30 জন হুলা পার্টির সদস্য । হাতিগুলিকে তাড়িয়ে ভাওদা থেকে বাঁশতলা হয়ে কংসাবতী নদী পার করিয়ে চাঁদড়ার জঙ্গলে পাঠানোর পরিকল্পনা ছিল বনদফতরের । তবে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখার রেল লাইন পার করিয়ে বড়বাড়ি এলাকায় ঢুকিয়ে দেওয়া হয় হাতির দলটিকে । সেই সময় একটি হাতি দল থেকে বেরিয়ে ছুটে আসে হুলা পার্টির সদস্যদের দিকে । তাঁদের উপর আক্রমণ চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শী হুলা পার্টির এক সদস্য সন্তোষ রানা বলেন,"হাতির দলকে তাড়ানোর সময় একটি হাতি হঠাৎ করে আমাদের উপর আক্রমণ চালায় । আমাদের দুই মৃত্যু হয় এবং আমরা বেশ কয়েকজন আহত হয়েছি । আমি পিঠে গুরুতরভাবে আঘাত পেয়েছি "। ঘটনার পরই সেখান থেকে তাঁদেরকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল ও কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কর্তব্যরত চিকিৎসক হুলা পার্টির দু'জন সদস্যকে মৃত ঘোষণা করেন ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ কেবলমাত্র সন্তোষ রানা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝাড়গামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী । তিনি বলেন, "বনদফতর এবং হুলা পার্টি সদস্যরা একযোগে হাতির দলটিকে ড্রাইভ করছিল । সেই সময় একটি হাতি তাদের উপর হামলা চালায় । ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে । আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও একজন চিকিৎসাধীন রয়েছে ৷"

আরও পড়ুন:হুলা পার্টির সদস্যকে আছড়ে ফেলে পিষে দিল হাতি

বনদফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম বন বিভাগে মোট 94টি হাতি রয়েছে । ঝাড়গ্রাম রেঞ্জের বৃন্দাবনপুরে 2টি ,পোষরোতে একটি , বসন্তপুরে 2টি , পুকুরিয়ায় 2টি, মনিকপাড়া রেঞ্জে পাঁচটি, গিধনী রেঞ্জে পাঁচটি, লোধাশুলী রেঞ্জের ভাওদায় 42টি এবং জামবনি রেঞ্জের নাদাবিয়ায় 35টি হাতি রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details