পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা সংক্রমণ রুখতে দু'দিনের কড়া লকডাউন ঝাড়গ্রামে - ঝাড়গ্রাম থানা

করোনা সংক্রমণে লাগাম টানতে এবার ঝাড়গ্রাম পৌরসভার অন্তর্গত ঝাড়গ্রাম শহরকে সম্পূর্ণভাবে দু'দিনের জন্য লকডাউন করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন । শহরের সবজি বাজার, কোর্ট রোড বাজার , যুবলি মার্কেট সহ পুরো শহরের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে । কেবলমাত্র স্বাস্থ্যপরিষেবা ছাড় দেওয়া হয়েছে ।

নহড়খালের কাছে বেরিকেট করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ
নহড়খালের কাছে বেরিকেট করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ

By

Published : Jul 6, 2021, 6:01 PM IST

ঝাড়গ্রাম, 6 জুলাই : দিনের পর দিন করোনা সংক্রমণ কমার বদলে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে ঝাড়গ্রামে । করোনা সংক্রমণে লাগাম টানতে এবার ঝাড়গ্রাম পৌরসভার অন্তর্গত ঝাড়গ্রাম শহরকে সম্পূর্ণভাবে দু'দিনের জন্য লকডাউন করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন ।

দু'দিনের জন্য লকডাউন করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন

মঙ্গলবার সকাল থেকে লকডাউন শুরু হয়েছে চলবে আগামী কাল বুধবার পর্যন্ত । ঝাড়গ্রাম শহরে ঢোকার প্রতিটি রাস্তা যেমন বিনপুর হয়ে ঝাড়গ্রাম ঢোকার রাস্তায় নহড়খালের কাছে বেরিকেট করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ।

ঝাড়গ্রাম জেলা প্রশাসন

লোধাশুলি থেকে ঝাড়গ্রাম ঢোকার রাস্তায় সারদা বিদ্যাপীঠ মোড়ে এবং মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম ঢোকার রাস্তায় রাধানগরের কাছে রাস্তা বন্ধ করেছে পুলিশ ।

কেবলমাত্র স্বাস্থ্যপরিষেবা ছাড়া শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো মোটরবাইক, যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়িকে । সকাল থেকেই খাঁ খাঁ করছে শহরের বুকের প্রতিটি রাস্তা । এমনকি শহরের উপর দিয়ে যে পাঁচ নম্বর রাজ্য সড়ক গিয়েছে তাও বন্ধ রয়েছে । শহরের সবজি বাজার , কোর্ড রোড বাজার , যুবলি মার্কেট সহ পুরো শহরের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে ।

পুরো শহরের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে

আরও পড়ুন...তৃণমূল কর্মীর উপর হামলা, শুভেন্দুদের জঙ্গলমহলে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি বীরবাহার

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে 10375 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9875 জন । মৃত্যু হয়েছে 25 জনের । বর্তমানে সেভ হোম ও করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 475 জন ।

ABOUT THE AUTHOR

...view details