পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাইনি সন্দেহে প্রৌঢ়াকে গরম রডের ছ্যাঁকা, ধৃত 3 - ডাইনি সন্দেহে প্রৌঢ়াকে গরম রডের ছ্যাঁকা, ধৃত 3

ছেলের সঙ্গে থাকেন ওই প্রৌঢ়া ৷ BJP-র পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

torture on old lady by hot iron stick in jhargram
ডাইনি সন্দেহে মহিলাকে গরম রডের ছ্যাঁকা

By

Published : Mar 10, 2020, 4:19 PM IST

Updated : Mar 10, 2020, 11:33 PM IST

ঝাড়গ্রাম, 10 মার্চ : ডাইনি সন্দেহে শবর মহিলাকে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল BJP নেতার বিরুদ্ধে ৷ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামের ঘটনা ৷ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

অমানুষিক অত্যাচারের শিকার প্রৌঢ়া ৷ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে ডাইনি সন্দেহে শবর মহিলাকে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় স্থানীয় এক BJP নেতা ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ পুলিশ সূত্রে খবর, ছেলের সঙ্গে থাকেন ওই মহিলা ৷ রবিবার তাঁকে বাড়িতে একা পেয়ে চড়াও হয় ছ’জন ৷ মহিলার হাত ও পা দড়ি দিয়ে বেঁধে অত্যাচার চলে ৷ তাঁর শরীরে গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনার পর এলাকার ছেড়ে অভিযুক্তরা পালিয়ে যায় ৷ সোমবার ওই মহিলার ছেলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন ৷ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷ নিগৃহীতা মহিলা বর্তমানে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷

যুব তৃণমূলের ব্লক সম্পাদক শান্তনু ঘোষ বলেন, ‘‘এই ঘটনার পিছনে BJP দায়ী ৷ আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷’’ সব অভিযোগ অস্বীকার করে BJP-র জেলা সম্পাদক অবনী ঘোষ বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে BJP-র কেউ যুক্ত নয় ৷ যদি কেউ যুক্ত থাকে তাহলে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷’’

ডাইনি অপবাদে প্রৌঢ়ার ওপর অত্যাচার
Last Updated : Mar 10, 2020, 11:33 PM IST

For All Latest Updates

TAGGED:

jhargram

ABOUT THE AUTHOR

...view details