ঝাড়গ্রাম, 22 মে : বিধানসভা নির্বাচনে একে অপরের প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক লড়াইয়ে নেমেছিল তৃণমূল-বিজেপি দু'পক্ষই । কিন্তু করোনা বিজেপি কর্মীর পুরো পরিবারকে গ্রাস করতেই পাশে দাঁড়ালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা । শনিবার এমনই চিত্র ফুটে উঠল ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনিতে ।
স্থানীয় তৃণমূল নেতা সঞ্জিত বারুই বিজেপি নেতার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানা়ন । তারপর আজ বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার সহযোগিতায় তৃণমূল নেতা নবু গোয়ালা খাদ্যসামগ্রী নিয়ে রাজ কলেজ কলোনি পৌঁছান ৷ ওই বিজেপি নেতার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ৷ বিজেপি নেতার পাশাপাশি এলাকার আরও দুই করোনা আক্রান্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।