পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দুর মাল্যদান, গঙ্গাজলে "শুদ্ধ" করে নেতাই শহিদ বেদিতে মালা তৃণমূলের - পশ্চিম মেদিনীপুরের নেতাই শহিদ বেদিতে মদন মিত্র

সকালেই নেতাই শহিদ বেদিতে মাল্যদান করে গেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । তারপরে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধকরণ করে শ্রদ্ধাজ্ঞাপন তৃণমূল নেতাদের । মাল্যদান করতে আসেন পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র ।

শুভেন্দুর মাল্যদানে, তৃণমূলের গঙ্গাজলে শুদ্ধকরণ নেতাই শহিদ বেদি
শুভেন্দুর মাল্যদানে, তৃণমূলের গঙ্গাজলে শুদ্ধকরণ নেতাই শহিদ বেদি

By

Published : Jan 7, 2021, 7:03 PM IST

নেতাই, 7 জানুয়ারি : শহিদ বেদিতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে মালা দিলেন তৃণমূল কংগ্রেস নেতারা । আজ এমনই ছবি দেখা গেল নেতাইয়ে । শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গেল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা মদন মিত্র সহ দলীয় সমর্থকদের । সকালেই মাল্য দান করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

আজ নেতাই দিবস। শহিদদের সম্মান জানাতে সকালে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী । সদ্য দল বদলেছেন শুভেন্দুবাবু । তিনি নেতাইয়ের শহিদ বেদিতে মাল্যদান করেন । এরপরই তৃণমূলের তরফে গঙ্গাজল ছিটিয়ে ওই বেদি শুদ্ধ করে শহিদদের স্মৃতিতে মাল্যদান করা হয় ।

আরও পড়ুন : জঙ্গলমহলের লোকের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক : শুভেন্দু

তৃণমূল নেতা শ্যামল মাহাত এবিষয়ে বলেন, "নেতাই কাণ্ডে 9 জন শহিদ হয়েছিলেন । সেই শহিদদের উদ্দেশ্যে আমরা প্রতিবছর শহিদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছি । আর এর দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কিছু দিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । শুভেন্দু অধিকারী দলে থাকাকালীন এই বেদি থেকে তিনি বলেছিলেন, যারা খুন করেছে তারা সিপিএমের লোক । তারাই গেরুয়া পোশাক ধারণ করেছে । এখন তিনি নিজেই বিজেপিতে যোগ দিয়েছেন । যেহেতু তিনি ওই খুনিদের দলে গিয়েছেন, সেই কারণে আমরা শহিদ বেদি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিলাম ।"

আরও পড়ুন : শুভেন্দুর তৈরি শহিদ মিনারে গেলে পাপ হয়ে যাবে, কটাক্ষ তৃণমূলের

আজ সকালে শহিদ বেদির কাছে দাঁড়িয়ে শুভেন্দুবাবু "জয় শ্রী রাম, জয় ভারত" স্লোগান দেন, তার পরিপ্রেক্ষিতে শ্যামলবাবু বলেন, "আমরা প্রতিবছর শহিদ প্রতিরক্ষা কমিটির উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি । কোনও রাজনৈতিক দলের পতাকা এখানে থাকে না । কিন্তু আজ ওঁর এভাবে বিজেপির স্লোগান দেওয়াটা উচিত হয়নি ।" আরও বলেন, "যারা খুন করেছে তারাই যদি মালাটা দেয় তাহলে তা অশুদ্ধ হয়ে যাচ্ছে, সেকারণেই আমরা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছি ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details