শিলদা(ঝাড়গ্রাম), ১৬ ফেব্রুয়ারি : "আমি মাওবাদীদের কাছে আবেদন করছি যারা এখনও আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করে সমাজে সুখে শান্তিতে বসবাস করুক।" শিলদার EFR ক্যাম্প হামলার নবম বর্ষে শহিদ স্মরণে আজ একথা বললেন রাজ্য পুলিশের IG (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। শহিদ স্মরণে EFR ক্যাম্পে একটি অনুষ্ঠানে রাজীব মিশ্র ছাড়াও আজ উপস্থিত ছিলেন DIG (মেদিনীপুর রেঞ্জ) ডি পি সিং, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিং-সহ জেলা পুলিশ ও CRPF-এর উচ্চপদস্থ আধিকারিকরা। ২০১০ সালে শিলদার EFR ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। শহিদ হন ২৪জন জওয়ান। তাঁদের স্মৃতিতে অস্থায়ী বেদিতে মাল্যদানের পাশাপাশি ২৪টি গাছে জল দেন রাজীব মিশ্র।
মাওবাদীরা আত্মসমর্পণ করুক, আর্জি IG-র - crpf jawan
"আমি মাওবাদীদের কাছে আবেদন করছি যারা এখনও আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করে সমাজে সুখে শান্তিতে বসবাস করুক।" বললেন রাজ্য পুলিশের IG (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র।
শহিদদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব মিশ্র বলেন, "আজ শিলদার এই পবিত্রভূমিতে একত্রিত হয়েছি EFR জওয়ানদের শ্রদ্ধা জানাতে। আজ থেকে ন'বছর আগে ২০১০ সালে মাওবাদীরা এই শিলদা ক্যাম্পে হামলা চালিয়েছিল। তাতে আমাদের ২৪ জন জওয়ান শহিদ হয়েছিলেন। জওয়ানরাও খতম করেছিল পাঁচ মাওবাদীকে। CID এই কেসে চার্জশিট পেশ করেছে। যে সমস্ত মাওবাদীরা এই কেসে যুক্ত ছিল তারা আত্মসমর্পণও করেছে। সবচেয়ে গৌরবের কথা জঙ্গলমহল ও শিলদার জনগণ হিংসা, রক্তপাত বন্ধ করে পুলিশের সাহায্যে এই পবিত্রভূমিতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ এবং পুনর্বাসনের নতুন নীতি নিয়েছেন। যেজন্য মাওবাদীরা হিংসা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। আমি আবেদন করছি যারা এখনও আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করে সমাজে সুখে-শান্তিতে বসবাস করুক।"